পাবনায় ১২ অবৈধ ইটভাটায় জরিমানা ৫০ লাখ, উচ্ছেদ ৪
Published: 26th, February 2025 GMT
পাবনার সদর উপজেলায় ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে চারটি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শানিকদিয়ার এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে ১২টি ইটভাটাকে মোট ৫০ লাখ টাকা জরিমানা এবং চারটি ইটভাটা সম্পূর্ণ উচ্ছেদ করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- চর বাঙ্গাবাড়িয়া এলাকার এম.
এছাড়া উদ্ধেচকৃত চারটি ভাটা হলো- চর বাঙ্গাবাড়িয়ার পি.এম.বি ব্রিকস ও এ.অ্যান্ড.বি ব্রিকস, ভগীরথপুর এলাকার এস.এম.বি ব্রিকস এবং এম.এইচ.বি ব্রিকস।
এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র এল ক র ইটভ ট
এছাড়াও পড়ুন:
ঈদের আনন্দে রশিদ-পগবাদের উৎসবমুখর মুহূর্ত
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ক্রীড়াবিদরা। কেউ স্ত্রী-সন্তানদের সঙ্গে, কেউবা বাবা-ভাইয়ের সঙ্গে কাটাচ্ছেন ঈদের বিশেষ মুহূর্ত। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের ছবি শেয়ার করেছেন তারা।
ঈদের এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে, ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ ভাগাভাগি করছেন ক্রীড়াবিদরা।