বাংলাদেশের কাছে হারলে অন্যরকম ‘বিব্রতকর’ রেকর্ড গড়বে পাকিস্তান
Published: 26th, February 2025 GMT
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। সেটা নিয়ে পাকিস্তানের মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা আর উৎসাহের কমতি ছিল না। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল মন ভরাতে পারেনি তাদের ভক্ত-সমর্থকদের। আয়োজক দলটি ইতোমধ্যে দুই ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে।
আয়োজক কোনো দল এর আগে উদ্বোধনের মাত্র ৫ দিনের মধ্যেই কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কিনা জানা নেই। তবে শেষ ম্যাচে বৃহস্পতিবার তারা বাংলাদেশের কাছে হারলে ইউনিক একটি বিব্রতকর রেকর্ড গড়বে।
দুই ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। কালকে বাংলাদেশের বিপক্ষে তারা হারলে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে প্রথম ‘বর্তমান চ্যাম্পিয়ন দল’ হিসেবে একটি ম্যাচও না জিতে, কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট শেষ করবে।
আরো পড়ুন:
ইব্রাহিমের ইতিহাস গড়া ইনিংসে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল
এর আগে ২০০৯ সালের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ২০১৩ সালে একটি ম্যাচেও জয় পায়নি। তবে তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছিল।
পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। তবে ম্যাচটি ভেসে যাওয়ার মতো বৃষ্টি হবে না। সেক্ষেত্রে ফল হবে।
আর পাকিস্তান যদি একটি জয়ও না পায় তাহলে ২৫ বছর পর আয়োজক কোনো দেশ হিসেবে বিব্রতকর একটি রেকর্ড গড়বে। সবশেষ ২০০০ সালে কেনিয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়ে একটি ম্যাচেও জয় পায়নি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড
এছাড়াও পড়ুন:
ট্রলারডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার
ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার উদ্ধার করা হয়।
জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।
এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে যান। খেলা শেষে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও জামাল নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও নদীর স্রোত ও গভীরতা এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। আজ সকালে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৭টার দিকে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, ট্রলার ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার কাজে অংশ নেন।
গলাচিপা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সৌরভ বালা জানান, নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।