‘সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মানবে না’
Published: 26th, February 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। সংস্কারের নামে নির্বাচন নিয়ে এই তালবাহানা বিএনপি মেনে নেবে না।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাইমচরে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা মিয়া বলেন, “সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মেনে নেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। তবু আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না। সরকার কী করতে চায়, কতদিন সময় নেবে, কী কী সংস্কার হবে এগুলো আমরা জানতে চেয়েছি।”
তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি দূরদর্শী। ভবিষ্যতে নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে। বেশি সংস্কার করে লাভ হবে না। জনগণের নির্বাচিত সরকার দ্বারা পাস করা না হলে সে সংস্কার টেকসই হবে না। তাই কেবল অতীব জরুরি সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক।”
তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে একটি সুষ্ঠু ভোটের জন্য লড়াই করে হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে। স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশায় সাধারণ মানুষ যেন নিজের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে। তার জন্য এতো লড়াই সংগ্রাম করেও আমরা দেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছি। কিন্তু আজকে ষড়যন্ত্র চলছে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমাদের স্পষ্ট বক্তব্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন চাই।”
দ্বিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাধারণ সম্পাদক, সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলার নবাগত কমিটির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক প্রমুখ।
ঢাকা/অমরেশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র ব এনপ
এছাড়াও পড়ুন:
‘সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মানবে না’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। সংস্কারের নামে নির্বাচন নিয়ে এই তালবাহানা বিএনপি মেনে নেবে না।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাইমচরে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা মিয়া বলেন, “সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মেনে নেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। তবু আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না। সরকার কী করতে চায়, কতদিন সময় নেবে, কী কী সংস্কার হবে এগুলো আমরা জানতে চেয়েছি।”
তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি দূরদর্শী। ভবিষ্যতে নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে। বেশি সংস্কার করে লাভ হবে না। জনগণের নির্বাচিত সরকার দ্বারা পাস করা না হলে সে সংস্কার টেকসই হবে না। তাই কেবল অতীব জরুরি সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক।”
তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে একটি সুষ্ঠু ভোটের জন্য লড়াই করে হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে। স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশায় সাধারণ মানুষ যেন নিজের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে। তার জন্য এতো লড়াই সংগ্রাম করেও আমরা দেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছি। কিন্তু আজকে ষড়যন্ত্র চলছে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমাদের স্পষ্ট বক্তব্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন চাই।”
দ্বিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাধারণ সম্পাদক, সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলার নবাগত কমিটির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক প্রমুখ।
ঢাকা/অমরেশ/এস