সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
Published: 26th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজেরে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ হিসাব তুলে ধরেন। পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না।
তিনি লেখেন, ‘‘২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট-২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।’’
সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেক এই উপদেষ্টা লেখেন, ‘‘উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে। এ ছাড়া নয় লাখ ৯৬ হাজার ১৮১ টাকা উত্তোলিত হয়েছে।’’
তিনি বর্ণনা করেন, ‘‘উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।’’
এ ছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে বলে জানান তিনি। নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি- এমনটাও ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়।
যদি কেউ এই তথ্য যাচাই করতে চান, তাহলে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যপী চাকরি মেলা শেষ হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান দুই শতাধিক নবীন স্নাতক শিক্ষার্থীকে বিভিন্ন পদে চাকরির আবেদন ও ইন্টার্নশিপ করার সুযোগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব এ মেলার আয়োজন করে। গত সোমবার মেলার প্রথম দিনে ক্যারিয়ারবিষয়ক তিনটি অধিবেশন ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিনসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তব্য দেন আইডিপি বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এস কে আলমগীর হোসেন, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহী মো. জামিল রওশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে মেলার মূল আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম মেলার উদ্বোধন করেন।
এরপর মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। এ সময় কিছু কিছু প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতেও দেখা যায় চাকরিপ্রার্থীদের।
প্রাণ–আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইস্পাহানি লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ডাবর, ইউনাইটেড ফাইন্যান্স, এনপোলি, রেডমি, ক্রিয়েটিভ আইটি, ইউএস-বাংলা এয়ারলাইনস, আইপিডিসি পিএলসি, ইশিখনসহ বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান দুই দিনব্যাপী এ মেলায় অংশ নেয়।