এখনো যেন আগের মতো খণ্ডিত, আংশিক দৃষ্টিভঙ্গিতে চলছে শিক্ষাব্যবস্থা। শিক্ষা নিয়ে একটি কমিশন গঠনের প্রত্যাশা থাকলেও তা হয়নি। তাই সমগ্র শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করা দরকার। পুরো রূপকল্প সামনে রেখে কৌশলগুলো ঠিক করতে হবে। আর শিক্ষার উন্নয়নের জন্য আসন্ন অর্থবছরের মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক এক পরামর্শক সভায় বিশিষ্টজনেরা এ কথা বলেন।

পরামর্শক সভায় সভাপতিত্ব করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। দেশে নানা ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধির কথা বলতে গিয়ে তিনি তাঁর বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষকতা শুরুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৫৭ সালে ২২ বছর বয়সে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, তখন দেশে একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। তাঁর ছাত্র ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.

ফখরুদ্দীন আহমদ। ওই সময় বেশির ভাগ ছাত্র গ্রামাঞ্চল ও জেলা পর্যায়ের বিদ্যালয়ে পড়াশোনা করে আসতেন। এখন দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কথাও তুলে ধরেন তিনি।

বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, এ জন্য টাকা লাগবে। তবে রাজনৈতিক ও সুশাসনের অঙ্গীকারও লাগবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে সেটি সামাজিক বৈষম্য দূরীকরণে কিছুটা সাহায্য করতে পারে। তিনি সেটাই করছেন।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল (স্কুলে দুপুরের খাবার)’ চালু করা হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আশা করেন, আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন হবে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলা বাছাই করে তা চালু করা হবে।

সভা সঞ্চালনা করেন আয়োজক সংস্থা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রসঙ্গ আসতে সময় লাগে না। মূল্যস্ফীতি সমন্বয়ের জন্য মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে। তাহলে শিক্ষার্থীদের উপবৃত্তির ক্ষেত্রে মূল্যস্ফীতি কেন সমন্বয় হবে না?

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গের কথা উল্লেখ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, শিক্ষা শেষ করে চাকরি, জীবন-জীবিকার কী উপায় হবে, সেই বৈষম্যটি ছিল প্রধান একটি বিষয়। তা থেকে আন্দোলন শুরু হলো। পরে মানুষের নানা রকম পুঞ্জীভূত ক্ষোভ-অভিযোগ মিলে বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটল। কিন্তু পরিহাসের বিষয়, শিক্ষার বৈষম্য থেকে যে আন্দোলন শুরু হলো, তারপর শিক্ষা নিয়ে তেমন কিছু দেখা গেল না, একটি কমিশন করার প্রত্যাশা ছিল, সেটি হয়নি। আগের মতো খণ্ডিত, আংশিক দৃষ্টিভঙ্গিতে যেন শিক্ষা চলছে।

বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক পরামর্শক সভায় আলোচকেরা। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট ব সরক র

এছাড়াও পড়ুন:

নতুন ছাত্রসংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্নাতকের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। সদস্যসচিব করা হয়েছে আরেক সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসানকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে গতকাল বুধবার নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আহত অন্তত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশু আলী ও আকিব আল হাসান।

বিক্ষোভকারীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা নতুন ছাত্রসংগঠনের কমিটিতে তাঁদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশীদকে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

এদিকে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে তৌহিদ মোহাম্মদ সিয়াম, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও মুখপাত্র পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক পদে আবদুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে লিমন মাহমুদ হাসান, সদস্যসচিব পদে মহির আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আল আমিন সরকার, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম ও মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদিকে মনোনীত করা হয়।

নতুন ছাত্রসংগঠনের নেতারা গতকাল সংবাদ সম্মেলনে হট্টগোলের মধ্যে সংগঠনের উদ্দেশ্য, নীতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পারেননি। তবে বিগত কয়েক দিনে তাঁরা গণমাধ্যমকে বলেছেন, নতুন ছাত্রসংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তাঁরা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না।

আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান

সম্পর্কিত নিবন্ধ