খণ্ডিত দৃষ্টিভঙ্গিতে চলছে শিক্ষাব্যবস্থা
Published: 26th, February 2025 GMT
এখনো যেন আগের মতো খণ্ডিত, আংশিক দৃষ্টিভঙ্গিতে চলছে শিক্ষাব্যবস্থা। শিক্ষা নিয়ে একটি কমিশন গঠনের প্রত্যাশা থাকলেও তা হয়নি। তাই সমগ্র শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করা দরকার। পুরো রূপকল্প সামনে রেখে কৌশলগুলো ঠিক করতে হবে। আর শিক্ষার উন্নয়নের জন্য আসন্ন অর্থবছরের মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক এক পরামর্শক সভায় বিশিষ্টজনেরা এ কথা বলেন।
পরামর্শক সভায় সভাপতিত্ব করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। দেশে নানা ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধির কথা বলতে গিয়ে তিনি তাঁর বিশ্ববিদ্যালয়জীবনের শিক্ষকতা শুরুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৫৭ সালে ২২ বছর বয়সে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, তখন দেশে একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। তাঁর ছাত্র ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.
বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, এ জন্য টাকা লাগবে। তবে রাজনৈতিক ও সুশাসনের অঙ্গীকারও লাগবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে সেটি সামাজিক বৈষম্য দূরীকরণে কিছুটা সাহায্য করতে পারে। তিনি সেটাই করছেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল (স্কুলে দুপুরের খাবার)’ চালু করা হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আশা করেন, আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন হবে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলা বাছাই করে তা চালু করা হবে।
সভা সঞ্চালনা করেন আয়োজক সংস্থা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রসঙ্গ আসতে সময় লাগে না। মূল্যস্ফীতি সমন্বয়ের জন্য মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে। তাহলে শিক্ষার্থীদের উপবৃত্তির ক্ষেত্রে মূল্যস্ফীতি কেন সমন্বয় হবে না?
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গের কথা উল্লেখ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, শিক্ষা শেষ করে চাকরি, জীবন-জীবিকার কী উপায় হবে, সেই বৈষম্যটি ছিল প্রধান একটি বিষয়। তা থেকে আন্দোলন শুরু হলো। পরে মানুষের নানা রকম পুঞ্জীভূত ক্ষোভ-অভিযোগ মিলে বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটল। কিন্তু পরিহাসের বিষয়, শিক্ষার বৈষম্য থেকে যে আন্দোলন শুরু হলো, তারপর শিক্ষা নিয়ে তেমন কিছু দেখা গেল না, একটি কমিশন করার প্রত্যাশা ছিল, সেটি হয়নি। আগের মতো খণ্ডিত, আংশিক দৃষ্টিভঙ্গিতে যেন শিক্ষা চলছে।
বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক পরামর্শক সভায় আলোচকেরা। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়েউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, স্নাতক পাস হলেই করুন আবেদন
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের নিয়ে নানা ধরনের কাজ করে। ভবিষ্যৎ নেতা গঠন-বিষয়ক এক প্রোগ্রাম শুরু করেছে ইউনিসেফ। এ প্রোগ্রামে নাম ইউনিসেপ লিডারশিপ প্রোগ্রোম (তরুণ নেতৃত্ব কর্মসূচি)। বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এ কর্মসূচিতে গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হবে আগামী ৪ মে, চলবে ১০ মে পর্যন্ত (ভ্রমণের দিনসহ)।
আবদনের যোগ্যতা—*বাংলাদেশের স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।
*আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে।
*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।
*পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।
আর্থিক সহায়তা—এ প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। প্রোগ্রামের জন্য নির্বাচিতরা আর্থিক সহায়তা পাবেন। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যু গাজীপুরে যাওয়া এবং সেখান থেকে সংলগ্ন অন্য যেকোনো স্থানে যাতায়াত করা যাবে।
আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে
*একটি স্টেটম্যান্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) লিখতে হবে।
*এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি কী অবদান রাখতে চান এবং কী অর্জন করতে চান তা জানাতে হবে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫*নেতৃত্বের ভূমিকা ও উদ্ভাবনের সুনির্দিষ্ট উদাহরণ উল্লেখ করতে হবে।
*আপনার সম্প্রদায় বা সমাজে আপনি কী পরিবর্তন আনতে চান।
*নেতৃত্ব কর্মসূচি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কীভাবে সাহায্য করবে।
*জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে)।
*পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল)।
*দুটি রেকমেন্ডেশন (সুপারিশপত্র) লাগবে। সুপারিশে স্বাক্ষর এবং লেটারহেড থাকতে হবে।
আরও পড়ুনঅ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স, সরকারের টাকায় বিদেশে পড়াশোনা২৩ ফেব্রুয়ারি ২০২৫*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি।
*ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)।
*শিক্ষাগত সনদের কপি।
*ইংরেজিতে নিজের একটি আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিট)।
আবেদনপত্রের পুরো প্যাকেজটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ‘ইয়ং লিডারস ২০২৫’-এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://www.unicef.org/bangladesh/en/call-applications?fbclid=IwY2xjawI5-4ZleHRuA2FlbQIxMAABHTg2NQxbuEiOIwr93Rd8qDwEYcYK6jqw9FwxARNiu9mJEYYb25glO35h6w_aem_bSbzc_oz9vQMQDZJCra7Xw
আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদন শুরু: ৫ মার্চ ২০২৫
আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৫
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫