ফ্যাসিবাদের সময় ইতিহাস বিকৃত করার চক্রান্ত ছিল: মির্জা ফখরুল
Published: 26th, February 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের সময় ইতিহাস বিকৃত করার চক্রান্ত হয়েছিল। তবে বাস্তবতা এমন যে, কেউ ইচ্ছা করলেই সঠিক ইতিহাসকে বিকৃত করতে পারে না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।
বুধবার সন্ধ্যায় একুশের গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। এটি এখন অনেকেই ভুলে গেছেন। তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানে না, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। জিয়াউর রহমান সেটি মুক্ত করে মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আর খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকরের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পথকে আরও সহজ করে নিয়ে আসবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম র জ ফখর ল ব এনপ ক ত কর
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সব মানুষকে ঈদের শুভেচ্ছা: সারজিস আলম
ছবি: প্রথম আলো