বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারী আটক
Published: 26th, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এসময় সুজন নামে এক বাংলাদেশি চোরাকারবারী পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। এসময় চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় জিহাদকে আটক করলেও সুজন মিয়া নামে এক বাংলাদেশি চোরাকারবারী পালিয়ে যায়।
অধিনায়ক আরও জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান অধিনায়ক।
ঢাকা/শিয়াম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিহত যুবদলকর্মী স্বজনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল কর্মী আবুল হোসেন স্বজনের পরিবার।
শনিবার (২৯ মার্চ) সকালে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় নিহত স্বজনের পরিবারের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ উপহার তুলে দেন।
এসময়ে তারা যুবদল কর্মী স্বজনের পরিবারের খোঁজখবর নেন। এবং যেকোন প্রয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের পাশে রয়েছে বলে তাদেরকে সান্তনা দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।