বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও কি বৃষ্টিতে ভেসে যাবে?
Published: 26th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ম্যাচটি হয়েছিল ঠিকঠাক। কিন্তু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরের কথা টসও করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
একই ভেন্যুতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুটি দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবার তাদের শেষ ম্যাচটিও কি বৃষ্টিতে ভেসে যাবে?
বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ১৫ থেকে ২২ কিলোমিটার।
আরো পড়ুন:
ইব্রাহিমের ইতিহাস গড়া ইনিংসে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
আইসিসি র্যাংকিংয়ে তাসকিন-তাওহীদ-জাকেরের উন্নতি
এদিন সর্বোচ্চ ৯.
পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৬০ রানে হারে মানে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। আর বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। পরের ম্যাচে ৫ উইকেটে হার মানে নিউ জিল্যান্ডের কাছে। এই ম্যাচটি তাই উভয় দলের জন্য নিয়মরক্ষার।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোনো গণমাধ্যম ১৫টির বেশি অ্যাক্রিডিটেশন কার্ড পাবে না
বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের জন্য নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, গণমাধ্যমের সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপসম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারের মোট সংখ্যার আনুপাতিক হারে কার্ড দেওয়া হবে। তবে কার্ডের সংখ্যা মোট সংখ্যার ৩০ শতাংশের বেশি নয় এবং একক কোনো প্রতিষ্ঠান ১৫টির বেশি কার্ড পাবে না।
বুধবার নতুন ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ জারি’ করা হয়েছে।
বর্তমানে স্থায়ী ও অস্থায়ী—এই দুই ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়। এর মধ্যে স্থায়ী কার্ডের মেয়াদ তিন বছর এবং অস্থায়ী কার্ডের মেয়াদ এক বছর। নতুন নীতিমালায় সবাই একই ধরনের কার্ড পাবেন। কার্ডের মেয়াদ হবে তিন বছর।
অবসরপ্রাপ্ত অভিজ্ঞ সম্পাদক, বরেণ্য সাংবাদিক বা কলামিস্টরা ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন। এ ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমে কমপক্ষে ২০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং মূলধারার গণমাধ্যমে বছরে অন্তত ১০টি প্রতিবেদন প্রচার বা প্রকাশের প্রমাণ দাখিল করতে হবে।