বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও কি বৃষ্টিতে ভেসে যাবে?
Published: 26th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ম্যাচটি হয়েছিল ঠিকঠাক। কিন্তু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরের কথা টসও করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
একই ভেন্যুতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুটি দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এবার তাদের শেষ ম্যাচটিও কি বৃষ্টিতে ভেসে যাবে?
বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ১৫ থেকে ২২ কিলোমিটার।
আরো পড়ুন:
ইব্রাহিমের ইতিহাস গড়া ইনিংসে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
আইসিসি র্যাংকিংয়ে তাসকিন-তাওহীদ-জাকেরের উন্নতি
এদিন সর্বোচ্চ ৯.
পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৬০ রানে হারে মানে। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। আর বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হার মানে ৬ উইকেটে। পরের ম্যাচে ৫ উইকেটে হার মানে নিউ জিল্যান্ডের কাছে। এই ম্যাচটি তাই উভয় দলের জন্য নিয়মরক্ষার।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
বরিশালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার শেষ রাতে নগরের ডিসিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহানগরের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও একই এলাকার ভাটারখাল এলাকার বাসিন্দা।
মামলা ও পুলিশ সুত্রে পাওয়া তথ্যানুযায়ী, গত ২৯ মার্চ বরিশাল জেলা মোটরসাইকেল পাটর্স মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের চাঁদমারি এলাকার বাসায় চুরি হয়। চোর সন্দেহে সালাম হাওলাদার নামক এক যুবককে আটকের পর সে চুরির কথা স্বীকার করে। মালামাল ফেরত দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে সালামের পক্ষে স্বেচ্ছাাসেবক দল নেতা মামুনের নেতৃত্বে প্রায় ১৫ জন ভাটার খাল এলাকায় রহিমের মালিকানাধীন মোটরসাইকেলের পার্টসের দোকান ‘হাওয়া মটরর্সে’ হামলা ও ভাঙচুর করে। এসময় আব্দুর রহিমসহ কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় মামুনসহ ৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা করেন রহিম।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এজাহারভুক্ত আসামি মামুনকে গ্রেপ্তার করেছেন উপপরিদর্শক রূহুল আমিন। মামুনকে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।