পালিয়ে থাকার ৩২ বছর পর বাড়ি ফিরতেই পুলিশের হাতে ধরা
Published: 26th, February 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় ৩২ বছর পালিয়ে থাকার পর বাড়ি ফিরতেই গ্রেপ্তার হয়েছেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামির নাম শামসুল আলম ওরফে আলম (৫৫)। তিনি উপজেলার হরিকৃষ্ণপুর বাধনসখা গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। পেশায় একজন মাদক ব্যবসায়ী। দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনালে মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, শামসুল আলমের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৯৯৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ১৯৯৬ সালে দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ওই মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিভিন্ন সময় তাঁর অবস্থান জানার চেষ্টা করে বিরামপুর থানা–পুলিশ। কিন্তু এলাকায় না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, শামসুল আলম তাঁর বাড়িতে অবস্থান করছেন। পরে রাত একটার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক প্রথম আলোকে বলেন, আদালতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি শামসুল আলমকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ১৪ বছর র
এছাড়াও পড়ুন:
নতুন ছাত্রসংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্নাতকের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। সদস্যসচিব করা হয়েছে আরেক সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসানকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে গতকাল বুধবার নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আহত অন্তত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশু আলী ও আকিব আল হাসান।
বিক্ষোভকারীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা নতুন ছাত্রসংগঠনের কমিটিতে তাঁদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশীদকে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
এদিকে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে তৌহিদ মোহাম্মদ সিয়াম, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও মুখপাত্র পদে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক পদে আবদুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে লিমন মাহমুদ হাসান, সদস্যসচিব পদে মহির আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আল আমিন সরকার, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম ও মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদিকে মনোনীত করা হয়।
নতুন ছাত্রসংগঠনের নেতারা গতকাল সংবাদ সম্মেলনে হট্টগোলের মধ্যে সংগঠনের উদ্দেশ্য, নীতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পারেননি। তবে বিগত কয়েক দিনে তাঁরা গণমাধ্যমকে বলেছেন, নতুন ছাত্রসংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তাঁরা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না।
আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান