নিউজিল্যান্ড এখন বিদেশে শিক্ষার্থীদের অন্যতম একটি গন্তব্য হয়ে উঠছে। এর নানা কারণও রয়েছে। উচ্চশিক্ষার নানা সুযোগ এবং বসবাসের উপযোগী হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। দেশটিতে কেউ কেউ বৃত্তি নিয়ে, কেউবা নিজ খরচে পড়তে যান। দেশটিতে পড়ার জন্য একটি বৃত্তি হলো মানাকি বৃত্তি। নিউজিল্যান্ড সরকারের মানাকি বৃত্তির আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বৃত্তির অর্থায়ন করে। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির আওতায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুনচীনের এআইআইবি গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, দিনে ৯০ ডলারের সঙ্গে নানা সুযোগ১৩ ঘণ্টা আগেসুযোগ-সুবিধা—

মানাকি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত

উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ৫৩১ নিউজিল্যান্ড ডলার পাবেন

আবাসন, পাঠ্যপুস্তক বা অধ্যয়ন উপকরণ কিনতে ভাতা ৩০০০ নিউজিল্যান্ড ডলার

স্বাস্থ্যবিমা ও ভ্রমণ ভাতা

বিমানে নিজ দেশে যাতায়াতের খরচ।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা—

অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিংকন বিশ্ববিদ্যালয়, ম্যাসি বিশ্ববিদ্যালয়, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিটেক ইনস্টিটিউট অব টেকনোলজি।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর কোন পরীক্ষা কবে২০ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের যোগ্যতা

প্রার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;

৪০ বছরের বেশি বয়স হলে আবেদনের প্রয়োজন নেই;

অবশ্যই প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

ইংরেজি ভাষার অভিজ্ঞতা সনদ দেখাতে হবে;

আইইএলটিএস স্কোর ৬.

৫ হতে হবে।

আবেদনপদ্ধতি

* অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ, ছুটি ৭৮ দিন০৫ জানুয়ারি ২০২৫আবেদনের শেষ দিন

২৮ ফেব্রুয়ারি ২০২৫

আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

করপোরেট ক্রিকেটে জয়ে শুরু ওয়ালটনের

‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ালটন।

ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।

আরো পড়ুন:

কার্ডিফের সুখস্মৃতি নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ 

পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ 

বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।

তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।

বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।

এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • থাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএসে ৬ থাকলে করুন আবেদন
  • নেসকোতে চাকরি, মূল বেতন লাখের বেশি, আবেদন শেষ কাল
  • আজ টিভিতে যা দেখবেন (২৬ ফেব্রুয়ারি ২০২৫)
  • আবাসন খাতে উদ্ভাবনী চিন্তাধারা জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে
  • এনসিসি ব্যাংকে চাকরি, আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ বছর
  • স্রেডায় ইন্টার্নশিপ, স্নাতক অথবা অ্যাপিংয়ার্ড প্রার্থীদেরও সুযোগ, মাসে ১০ হাজার টাকা
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ ফেব্রুয়ারি ২০২৫)
  • করপোরেট ক্রিকেটে জয়ে শুরু ওয়ালটনের
  • চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ, প্রয়োজন নেই আইইএলটিএস