গোল্ড কার্ড আনছেন ট্রাম্প, ৬০ কোটি টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব
Published: 26th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কার্ড’। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি)।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান ইবি-ফাইভ ভিসা কর্মসূচির জায়গায় নতুন এ পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে।
মঙ্গলবার ট্রাম্প বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিদ্যমান ইবি-ফাইভ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়ে থাকে।
ট্রাম্প বলেন, আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আর সে কার্ডের মূল্য ধরা হবে ৫০ লাখ ডলার। এটি আপনাদের গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি (মার্কিন) নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে আমাদের দেশে আসবেন।’ দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
এই গোল্ড কার্ডের সুযোগ রুশ অলিগার্করা পাবে কিনা– এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, পেতে পারে। আমি ক’জন রুশ অলিগার্ককে চিনি, যারা চমৎকার মানুষ।
এদিকে স্থানীয় সময় বুধবার নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পে। ক্ষমতা গ্রহণের পর নবগঠিত সরকারি কর্মদক্ষতা দপ্তরের (ডিওজিই) দায়িত্ব পান ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প তাঁকে হাজারো সরকারি কর্মচারী ছাঁটাই করে সরকারের খরচ কমানোর লক্ষ্যমাত্রা ধরিয়ে দেন। বৈঠকে মাস্কও থাকবেন বলে জানা গেছে। শুধু মাস্ক নন, বৈঠকে আরও কয়েকজন বিতর্কিত ব্যক্তি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খবর রয়টার্স ও বিবিসির।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।