Risingbd:
2025-02-26@18:43:37 GMT

বইমেলায় ধ্রুব নীলের ‘অতৃপ্ত’

Published: 26th, February 2025 GMT

বইমেলায় ধ্রুব নীলের ‘অতৃপ্ত’

জীবনের অজানা পরতে লুকিয়ে আছে কত শত অন্ধকার গলি। ভয়ে অলৌকিক সেই আখ্যানগুলোকে অতৃপ্তির সুতোয় গেঁথেছেন ধ্রুব নীল। অন্ধকারাচ্ছন্ন প্রচ্ছদটাই যেন বলছে, শুরু থেকেই আঁধারের জগতে প্রবেশ করতে চলেছেন সাহসী পাঠক। ‘অতৃপ্ত’র গল্পগুলো শুধু অতৃপ্তির নয়, মানবআত্মার অমোচনীয় যন্ত্রণারও দলিল।

একটি গল্পের চরিত্র জানে না ভয় কী জিনিস। সেই শূন্যতার মুখোমুখি হতেই নেমে আসে একরাশ অন্ধকার। এক সিরিয়াল কিলার জানে না ব্যথার অনুভূতি কেমন, শীতল সেই নিস্তরঙ্গতার ভেতরই জ্বলে ওঠে এক অন্য রকম হাহাকার। কোথাও আবার বন্ধুর মৃত্যুর বেদনায় কাঁপে আরেকটি হৃদয়, যার অতৃপ্তি রয়ে যায় নীরব দীর্ঘ শ্বাসে, ধরা দেয় জাদু বাস্তবতায় মোড়ানো এক পূর্ণিমার রাতে।

ধ্রুব নীলের সহজ ভাষা পাঠককে টেনে নিয়ে যাবে অস্তিত্বের এক অনির্বচনীয় অন্ধকারে। ‘অতৃপ্ত’ কেবল ভয় কিংবা আধিভৌতিক গল্প নয়, পাঠকের হৃদয়ের গলি-ঘুপচিতে থেকে যাবে অমোচনীয় কালির মতো।

আরো পড়ুন:

সাহিত্যে নারীর উপস্থাপন বরাবরই প্রান্তিক: ফাল্গুনী তানিয়া

বইমেলায় আহমেদ শরীফের দুইটি বই প্রকাশিত হয়েছে

অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। স্টল নম্বর-৬৪২-৪৩ (সোহরাওয়ার্দী উদ্যান)।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মধুর ক্যান্টিনে নবগঠিত ছাত্রসংগঠনের দুই পক্ষের সংঘর্ষের নিন্দা ছাত্র ইউনিয়নের

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ