ফজলুল কাদেরের নামে প্রস্তাবিত ছাত্র হলের নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি
Published: 26th, February 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য প্রস্তাবিত হলের নামকরণ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী নামে করার প্রতিবাদ জানিয়েছেন চবি ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। আগামী এক মাসের মধ্যে তাঁরা এই সিদ্ধান্ত বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন। পাশাপাশি প্রস্তাবিত হলটি বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবিও জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা। নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ফজলুল কাদের চৌধুরীর গুডস হিলের বাড়ি চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর নৌযানে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আনোয়ারা উপজেলায় গহীরা উপকূলে মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়েন তিনি। মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, যিনি সরাসরি মুক্তিযোদ্ধাদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাঁর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন আবাসিক হলের নামকরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অবিলম্বে স্বাধীনতাবিরোধী ফজলুল কাদের চৌধুরীর নাম বাতিল করতে হবে। এই হলের নাম বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক অমৃতা চাকমা, সদস্য জেস চাকমা ও চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ প্রমুখ।
এক প্রশ্নের উত্তরে সুদীপ্ত চাকমা বলেন, গতকাল তাঁরা প্রস্তাবিত হলের নাম পরিবর্তনের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছেন। তাঁরা প্রশাসনকে এক মাসের সময় দিচ্ছেন। এর মধ্যে দাবি না মানা হলে শিক্ষার্থীদের নিয়ে তাঁরা কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন।
এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় ছাত্রদের জন্য নতুন একটি হল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর ক্যাম্পাস এলাকায় পুরোনো শামসুননাহার হলের জায়গায় প্রস্তাবিত হলের নামকরণ করা হয়েছিল ফজলুল কাদের চৌধুরী হল। পাশাপাশি এই সভায় আরও ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফজল ল ক দ র চ ধ র হল র ন ম র জন য
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক ই-স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-স্পোর্টস সংগঠন ভেনম ই-স্পোর্টস।
আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতোপূর্বে, ভেনম ই-স্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।
এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ই-স্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে।
নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ই-স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে।
সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন।