ছাত্রদের নতুন কমিটি নিয়ে হাতাহাতিতে আহত ২ জন ঢামেকে
Published: 26th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের কমিটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেরুয়ারি) বিকেলে এই হাতাহাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান (২৫)। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যানটিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।
এই ঘোষণা ঘিরে এক পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.
বিএইচ
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
বগুড়ায় মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ
বগুড়ায় হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে তারা হামলার শিকার হন।
আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী জানান, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাম না জানা এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।
আরো পড়ুন:
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর, আটক ৬
গাইবান্ধায় জামায়াতের গণসংযোগে আ.লীগের হামলা, আহত ২
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। তারা লাঠি দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, “আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তারা শঙ্কা মুক্ত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/এনাম/মাসুদ