সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ধষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া কুয়েত প্রাবাসী সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার তিনি ছুটিতে কুয়েত থেকে বাংলাদেশে আসেন। পরে তার স্ত্রী ও দুই শিশুসন্তান তাকে প্রাইভেটকার যোগে নোয়াখালী থেকে নিতে আসেন স্বজনরা।

বিমান বন্দর থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মেনীখালী ব্রীজের কাছে গাড়িটি পৌছঁলে রাত ৩টার দিকে হালকা যানজটের সৃষ্টি হয়। যানজটের সুযোগে ৭/৮ জনের একটি সশস্ত্র ছিরতাইকারী দল গাড়ীর সামনে এসে গাড়ির গ্লাস ভেঙ্গে গাড়িতে থাকা সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

এ সময় তার কাছে থাকা নগদ প্রায় ১ লক্ষ সমপরিমান টাকা, বিদেশ থেকে আনা অন্যান্য জিনিসপত্র, মেবাইল ফোন ও পাসর্পোটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। 

ছিনতাইকারীদের মারধরে এসময় প্রবাসীসহ তার স্ত্রী,সন্তান ও সাথে থাকা স্বজনরা আহত হয়। পরে তারা তাৎক্ষনিকভাবে নিরাপত্তার জন্য তাদের বহনকারী গাড়িটি নিয়ে সোনারগাঁ থানায় অবস্থান নেন।

সিরাজুল ইসলাম অশ্রুসিক্ত হয়ে বলেন, ছিনতাইকারীরা আমার সবকিছু নিয়ে গেছে ভাই। আমার পাসর্পোট ভিসা দরকারী কাগজপত্র সব নিয়ে গেছে। আমি কিভাবে আবার বিদেশ যাব তার কোন উপায় নাই। 

আমার ছোট দুটি সন্তান রাত থেকে এখনো না খেয়ে আছে তাদেরকে খাওয়ানোর মতো টাকাও এখন আমার কাছে নাই। তারা গাড়িতেই রাত কাটিয়েছে। অন্তত আমার কাগজপত্রগুলো যাতে উদ্ধার হয়  সে জন্য সোনারগাঁ থানার সহায়তা চাই।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, প্রবাসীর গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় সোনারগাঁ থানায় বুধবার একটি মামলা হয়েছে। এ মামলার সূত্রধরে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। লুট হওয়া টাকা, মালামাল ও কাগজপত্র  উদ্ধার এবং বাকি ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ নত ই ক গজপত র

এছাড়াও পড়ুন:

১৬৫ কোটি টাকার এফডিআর ও দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীমকে (জি কে শামীম) পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা থেকে খালাস পেয়েছেন তাঁর মা আয়েশা আক্তার।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী বিল্লাল হোসেন।

জি কে শামীম কারাগারে আছেন। তাঁর মা পলাতক। রায় ঘোষণার আগে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে বলা হয়, শামীমকে গ্রেপ্তারের সময় তাঁর অফিসে অভিযান চালিয়ে তাঁর মায়ের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআরের (স্থায়ী আমানত) কাগজপত্র জব্দ করা হয়। এই টাকার তথ্য শামীম বা তাঁর মায়ের আয়কর নথিতে দেখানো হয়নি। দুদকের অভিযোগে বলা হয়েছে, আয়েশা আক্তার তাঁর ছেলে শামীমের অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামে রেখে তাঁকে (শামীম) অপরাধে সহায়তা করেছেন।

এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় শামীম ও তাঁর সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। অন্যদিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই শামীমকে ১০ বছর এবং তাঁর ৭ দেহরক্ষীর প্রত্যেককে ৪ বছর করে কারাদণ্ড দেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ২১ অক্টোবর দুদক মামলা করে। মামলায় ২০২১ সালের ১৭ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে ২০২২ সালের ১৮ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে বছরের ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার হন শামীম। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে পৃথক মামলা হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা এবং ৭ লাখ ৪৭ হাজার টাকার সমপরিমাণ মার্কিন ডলার জব্দ করে র‍্যাব। এই টাকার কোনো উৎস পায়নি দুদক। সব মিলিয়ে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

অর্থ পাচার মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব অর্থসম্পদ অর্জন করেছেন।

আরও পড়ুনজি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের নতুন তারিখ ২৭ মার্চ২৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৬তম বিসিএসে শ্রুতলেখকের জন্য আবেদন আহ্বান
  • বাঘায় স্বামীর নির্যাতনে হাসপাতালে প্রতিবন্ধী নববধূ
  • ১৬৫ কোটি টাকার এফডিআর ও দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড