ডাকাতি-ধর্ষণ প্রতিরোধে যা বললেন অভিনেতা শামীম
Published: 26th, February 2025 GMT
সম্প্রতি দেশে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের কিছু ঘটনা সামনে এসেছে। জনগণের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। কয়েকদিন আগেও অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদের বাড়িতে ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন। দেশে চলমান অবস্থা নিয়ে কথা বলেছেন ছোটপর্দার অভিনেত্রী শামীম হাসান সরকার।
মঙ্গলবার টেলিপ্যাব (টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত পিকনিক ও আনন্দ উদ্যাপনে উপস্থিত হন শামীম। সেখানে তিনি বলেন, ‘নিরাপত্তা আমাদের মৌলিক চাহিদা। এটা চাওয়া মানে আমি কোনো দলের না। আমি শিল্পী, আমি সব দলের। একজন নাগরিক হিসেবে চাই, দেশটা নিরাপদ থাকুক। ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের বিরুদ্ধে আমজনতারই রুখে দাঁড়ানো উচিত।’
তাঁর কথায়, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবে না। আমাদের প্রত্যেকের বাসায় মা-বোন আছে তাই আমরা কেউ চাই না অন্য মানুষের বোনের সঙ্গে এটা হোক।’
নাটকের মান নিয়ে শামীম বলেন, ‘বর্তমানে নাটকের মান নিয়ে বিভিন্নমহলে প্রশ্ন ওঠে, যা যৌক্তিক। নাটকের মান উন্নত করতে পাঁচ রকমের বিভাগের সমন্বয় লাগে। আপডেট হওয়ার জন্য সবার চিন্তা থাকতে হয়। তবে আশার বিষয় হলো নাটকের মান নিয়ে সবাই কমবেশি চেষ্টা করে যাচ্ছেন। গল্পের নাম ও নিম্নমানের নাটক নিয়ে যেসব প্রশ্ন মানুষ তুলতো সেই জায়গা থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি।’
একটি নাটক মুক্তি পাওয়ার পর কিছু প্রযোজনা সংস্থা সেটা ভিন্ন নামের নতুন নাটক বলে চালিয়ে দিচ্ছে। বিষয়টি এক ধরনের প্রতারণা বলে মনে করেন শামীম হাসান।
তাঁর কথায়, ‘একটি নাটক মুক্তির পর ভিন্ন নামের ফের আপলোড করা শিল্পী ও নির্মাতাদের সঙ্গে প্রতারণার সামিল। তবে বিষয়টি দর্শকও বোঝে। এমনকি তারা গালিও দেয়। টাকার জন্য এমন কাজ মোটেও কাম্য নয়। সম্মানটা আমাদের ধরে রাখা জরুরি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র ন টক
এছাড়াও পড়ুন:
পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
হ্যামিল্টনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে পাকিস্তান ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়। প্রথম ম্যাচেও ৭৩ রানে জয় পাওয়া নিউজিল্যান্ড এই ম্যাচেও নিজেদের দাপট দেখিয়েছে। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিয়েছে টম ল্যাথামের দল।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে বড় অবদান রাখেন ড্যারিল মিচেল। মাত্র ৭৮ বলে অপরাজিত ৯৯ রান করেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও তার ইনিংসেই কিউইরা বড় সংগ্রহের ভিত পায়। এ ছাড়া অভিষিক্ত পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস ৬৬ বলে ৪১ রান করেন। ওপেনার নিক হিলি ২৩ বলে ৩১ রান এবং হেনরি নিকোলস ৩২ বলে ২২ রান করেন। তবে বাকিরা তেমন বড় অবদান রাখতে পারেননি।
পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নেন। তবে পাকিস্তানি ফিল্ডাররা বাজে দিন কাটান, অতিরিক্ত ৩২ রান দিয়ে প্রতিপক্ষকে সাহায্য করেন তারা।
লক্ষ্য তাড়ায় কখনই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি পাকিস্তান। শীর্ষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ষষ্ঠ উইকেটে ফাহিমের সঙ্গে তৈয়ব তাহিরের জুটিও শেষ হয় ৩৩ রানে। ১১৪ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান ফাহিম ও নাসিমের ব্যাটে পায় সবচেয়ে বড় জুটির দেখা। নবম উইকেটে তারা গড়েন ৫৬ বলে ৬০ রানের জুটি। দুজনেই পান ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা।
৮০ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৩ রান করা ফাহিমের বিদায়ে ভাঙে জুটি। সুফিয়ান মুকিমের সঙ্গে শেষ উইকেটে ২২ বলে ৩৪ রান যোগ করে শেষ ব্যাটার হিসেবে নাসিম আউট হন ৪৪ বলে ৪টি করে ছক্কা-চারে ৫১ রান করে।