৪১ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল
Published: 26th, February 2025 GMT
পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও বিজয় দিবস এবং ঈদুল-ফিতর উপলক্ষে আগামী শনিবার (১ মার্চ) থেকে ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
ছুটি চলাকালীন সময়ে ক্লাস বন্ধ থাকলেও কোন বিভাগ চাইলে অফিস খোলার দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস এবং ঈদুল-ফিতর উপলক্ষে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৬ মার্চ হতে ৭ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বন্ধ চলাকালে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট- এ জরুরি সেবাগুলো চালু থাকবে।
এতে আরো বলা হয়েছে, ছুটি চলাকালে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ছুটি শেষে আগামী ৮ এপ্রিল অফিস খোলার দিন সব বিভাগ, অফিস প্রধানকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বা অনুপস্থিতির প্রতিবেদন বেলা ১২টার মধ্যে রেজিস্ট্রারের অফিসে প্রেরণ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের আবাসিক আটটি হল খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক ড.
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহতদের আত্মার মাগফেরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বিএনপি নেতা নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কাজী নাঈম, শাহজালাল সরদার, আল আরিফ, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।