সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ২ তীর্থযাত্রীর মৃত্যু
Published: 26th, February 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে তীর্থ যাত্রার সময় পাহাড়ে উঠতে গিয়ে হিট স্ট্রোকে দুই পূণ্যার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবচতুর্দশীতে তীর্থ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান।
ওসি মো. মজিবর রহমান জানান, চন্দ্রনাথধামে তীর্থ যাত্রায় বহু পূণ্যার্থী পাহাড়ের চূড়ায় মন্দিরে আরোহণ করছিলেন। দুপুরে তীব্র রোদের মধ্যে পাহাড়ে ওঠার সময় দুই পূণ্যার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।