তাসকিন-নাহিদদের প্রশংসা পাকিস্তান কোচের কণ্ঠে
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে আর কোনো আশা নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরেই নাজমুল হোসেনের দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে এই টুর্নামেন্টের আগে বাংলাদেশকে নিয়ে যেটুকু ইতিবাচক আলোচনা হয়েছে, তার কৃতিত্ব পেসারদের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভালো করার পেছনে তাঁদের অবদানের কথা উঠে আসছে বারবার।
আরও পড়ুন‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের২ ঘণ্টা আগেএবার তা শোনা গেল পাকিস্তান কোচ আকিব জাভেদের কণ্ঠেও। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে তাঁর দল মুখোমুখি হবে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামীকালের ম্যাচটা তাই দুই দলের জন্যই নিয়ম রক্ষার। সেই ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসাই করলেন আকিব।
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।
আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।
সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। আজ বুধবার রাতে বাংলামোটর মোড়ে