জিমেইলে থাকছে না এসএমএস ভেরিফিকেশন, আসছে কিউআর কোড
Published: 26th, February 2025 GMT
জিমেইল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা রয়েছে জিমেইলে। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। তবে এবার এসএমএস ভেরিফিকেশনের বদলে দুই স্তরের নিরাপত্তা–সুবিধায় কিউআর কোডভিত্তিক নতুন পদ্ধতি যুক্ত করতে যাচ্ছে গুগল।
গুগলের দাবি, দুই স্তরের নিরাপত্তা–সুবিধায় এসএমএস ভেরিফিকেশনের পরিবর্তে কিউআর কোডভিত্তিক নতুন পদ্ধতি যুক্ত হলে জিমেইলে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়বে। এর ফলে ফিশিং বা সাইবার আক্রমণ থেকে বর্তমানের তুলনায় নিরাপদ থাকবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫জিমেইলে এসএমএস ভেরিফিকেশনের পদ্ধতি পরিবর্তনের বিষয়ে গুগলের মুখপাত্র রস রিচেনডরফার বলেন, ‘এসএমএস কোড এখন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। আমরা এমন একটি আধুনিক ও নিরাপদ পদ্ধতি চালু করছি, যা সাইবার হামলার ঝুঁকি কমিয়ে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখবে। নতুন এ পদ্ধতিতে এসএমএসে ছয় অঙ্কের কোডের পরিবর্তে ব্যবহারকারীদের কাছে একটি কিউআর কোড পাঠানো হবে। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোডটি স্ক্যান করলেই পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এ পদ্ধতি চালু করা হবে।’
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪গুগলের তথ্যমতে, বিভিন্ন দেশে মোবাইল অপারেটরদের নিরাপত্তার মানদণ্ড ভিন্ন হওয়ায় এসএমএস পদ্ধতি পুরোপুরি সুরক্ষিত নয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ‘ট্রাফিক পাম্পিং’ বা ‘টোল ফ্রড’ নামে নতুন ধরনের প্রতারণার প্রবণতা বাড়ছে। এ ধরনের প্রতারণার মাধ্যমে ফোন নম্বরে ভুয়া যাচাইকরণ কোড পাঠিয়ে অর্থ উপার্জন করে সাইবার অপরাধীরা। নতুন যাচাইকরণ পদ্ধতিতে এ ধরনের প্রতারণার সুযোগও কমবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উআর ক ড ব যবহ র ন র পদ ধরন র
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দল নেতা পরিচয়ে বসতবাড়িতে ঢুকে যুবককে মারধর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউসার আহমেদ (২৬) নামের এক যুবককে বসতবাড়িতে ঢুকে মারধর করা হয়েছে। এসময় ভুক্তভোগীর মায়ের শরীরে হাত তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার সময়ে (নাসিক) ১ নং ওয়ার্ডের বাতেনপাড়া এলাকায় এমন ঘটন ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগী কাউসারের মা রওশন আরা বেগম (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো: মিজমিজি তালতলা এলাকার বাসিন্দা হজরত মুন্সির ছেলে সোয়েব (২৬) ও সোহাগ (৩৫)।
অভিযোগে তুলে ধরা হয়েছে, অভিযুক্ত সোয়েব ও তার বড় ভাই সোহাগের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশের একপর্যায়ে তার ছেলেকে ঘর থেকে ঢেকে নিয়ে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করা হয়। এসময় ছেলেকে বাঁচাতে চেষ্টাকালে অভিযুক্তরা বাদীকে অকথ্য ভাষায় গালমন্দ ও ধাক্কা দেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, অভিযুক্ত সোহাগ সম্প্রতি এলাকায় নিজেকে বিএনপির সহযোগী সংগঠন সেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। আ:লীগ শাসন আমলে রাজনৈতিকভাবে সুযোগ নেওয়া এই ব্যক্তির এমন পরিবর্তনে সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে স্থানীয় বিএনপির একাধিক নেতার ভাষ্যমতে, স্বৈরাচার আমলে কথিত এই সোহাগকে দেখেননি তারা। এ থানার সিনিয়র নেতাদেরকে বর্তমান সময়ের সুবিধাভোগী এই ব্যক্তির অতীত টেনে দেখার আহ্বানও জানান স্থানীয়রা।
অভিযোগের বাদী রওশন আরা বেগম জানান, হঠাৎ আমার বাসায় হজরতের দুই ছেলে তার অনেকগুলা লোক নিয়া এসে আমার ছেলেকে ঢেকে ঘর থেকে বের করে মারধর করে। আমি তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে আমাকে ধাক্কা ও অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। সন্ত্রাসীরা আমার বাড়িতে ইটপাটকেলও মারে।
এ বিষয়ে অভিযোগের তদন্তের দায়িত্ব থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, অভিযুক্তদের পিতা অটোরিকশা চুরি করেছে এমন খবর রটলে প্রধান অভিযুক্ত সোয়েবকে এসএমএস করেন ভুক্তভোগী কাউসার। তারা উভয়ে বন্ধু হোন বলে জেনেছি। কাউসার অভিযুক্ত সোয়েব তার পিতা সম্পর্কে এসএমএস করলে ক্ষিপ্ত হয়ে এই ঝামেলার সৃষ্টি হয়েছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।