প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ফটক অবরোধের জেরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন।

এর আগে দুপুরে তিন দফা দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের একাংশ। বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।
 
এ সময় আহতদের তালিকার ক্যাটাগরি পুনর্বিন্যাস, সুরক্ষা আইন প্রণয়ন ও সরকারি সেবা প্রাপ্তির হটলাইন চালুর দাবি জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাঁধা দেয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো।
 
এ সময় উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক অনুদানের চেক বিতরণ

জুলাই গনঅভ্যুত্থানে আহত এ এবং বি ক্যাটাগরি জুলাই যোদ্ধাদের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদানের ১ম পর্বের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মোট ৩৫ জন তালিকার মধ্য থেকে এ ক্যাটাগরিতে ৬ জন ও বি ক্যাটাগরিতে ২২ জন মোট ২৮ জন উপস্থিত যোদ্ধাহাতদের মাঝে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়।

‎‎বৃহস্পতিবার (২৭ মার্চ)  দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎চেক বিতরণ কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানুষের অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছিল। সে সংগ্রামে আমাদের অনেক ভাইয়েরা আত্মহুতি দিয়েছেন।

প্রথম শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ আরো অনেকে শহীদ হয়েছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা আহত হয়েছেন এর জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং করবেন। যে অবদান আপনারা রেখেছেন এই আর্থিক অনুদান আপনাদের জন্য কিছুই না।

আপনাদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং পাশে আছি ভবিষ্যতেও পাশে থাকব। আপনারা সমাজ সংস্কারে যেই ভূমিকা পালন করেছেন নিজেদের জীবন উৎসর্গ করে, আমরা চির কৃতজ্ঞ। যারা এখনো আহত অবস্থায় আছেন আমরা আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঈদকে সুন্দর ভাবে পালন করতে পারেন এই দোয়া করি।

যে আত্মত্যাগের বিনিময়ে এই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই আর্থিক অনুদান এর তুলনায় কিছুই না খুবই সামান্য। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি।

‎‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ‎অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট নিলুফা ইয়াসমিন, ‎অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট রাশেদ খান।

সম্পর্কিত নিবন্ধ

  • মিয়ানমারের হাসপাতালে বাড়ছে আহতদের ভিড়, সেবা দিতে হিমশিম
  • বনানীতে বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত
  • জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক অনুদানের চেক বিতরণ