নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাল জালিয়াতির মামলায় প্রতারক মো. সাকিব (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারী ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এসময় গণমাধ্যম কর্মীরা  ছবি তুলতে গেলে প্রতারক সাকিব অকথ্য ভাষা ব্যবহারের পর জেল থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন।

এর আগে মঙ্গলবার  রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.

সাকিব সানারপাড় এলাকার আবু সেলিমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার  উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ  জানান, জালিয়াতির প্রতারণা মামলায় সাকিব নামে একজনকে নিমাইকাশারী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। উক্ত মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।

আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।

সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। আজ বুধবার রাতে বাংলামোটর মোড়ে

সম্পর্কিত নিবন্ধ