সিদ্ধিরগঞ্জে প্রতারণা মামলায় সাকিব গ্রেপ্তার
Published: 26th, February 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাল জালিয়াতির মামলায় প্রতারক মো. সাকিব (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারী ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
এসময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে প্রতারক সাকিব অকথ্য ভাষা ব্যবহারের পর জেল থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ জানান, জালিয়াতির প্রতারণা মামলায় সাকিব নামে একজনকে নিমাইকাশারী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। উক্ত মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বড়াইগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, রংমিস্ত্রি নিহত
নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।
স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।