সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪৬
Published: 26th, February 2025 GMT
সুদানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির রাজধানী খার্তুমের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।
ওয়াদি সেদিনা বিমানঘাঁটির পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে সেনাসদস্য ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
খার্তুমের আঞ্চলিক সরকারের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ৪৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এর আগে সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বিকট বিস্ফোরণের শুনতে পান। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী কর্মীরা শিশুসহ আহত বেসামরিক লোকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। সামরিক বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।
আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।
সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। আজ বুধবার রাতে বাংলামোটর মোড়ে