চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে আসর থেকে ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের দল। বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপের শেষ ম্যাচ তাই নিয়ম রক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে পাকিস্তানের ভারপ্রাপ্ত হেড কোচ আকিব জাভেদের মতে, বাংলাদেশ দলকে হারানোও হবে গৌরবের।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আকিব জাভেদ বলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে সেরা আটটি দল খেলছে। প্রথম দুই ম্যাচে হারায় আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। প্রতিটি ম্যাচ এখানে গৌরব অর্জনের জন্য খেলা হয়। আমরা শেষ ম্যাচে একটা চিহ্ন রেখে যেতে চাই।’

ঘরের মাঠে তিন দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। অথচ নিজেদের দলই নেই নকআউট পর্বে। ভক্তদের জন্য এটা হতাশার মানছেন পাকিস্তান কোচ আকিব। তবে তিনি দাবি করেছেন, খেলোয়াড়রা আরও বেশি হতাশ।

আকিব বলেন, ‘আমি কোন অজুহাত দেব না। শুধু এই টুকু নিশ্চয়তা দিতে চাই, ভক্তদের চেয়ে খেলোয়াড়রা বেশি হতাশ। দলের কেউ এমন পারফরম্যান্সে খুশি নয়। সবাই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর পাকিস্তানের পুরো দল বদলে ফেরার কথা বলেছেন অনেকে। এছাড়া দল নির্বাচন নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। আকিবের মতে, দল ও একাদশ নির্বাচনে দলের স্বার্থ দেখা হয়েছে। এছাড়া পুরো দল বদলে অনূর্ধ্ব-১৯ দল নামিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবির নির্বাচক ও হেড কোচ আকিভ বলেন, ‘পূর্বে পারফর্ম করেনি এমন একজনকেও এই দলে নেওয়া হয়নি। আমরা হেরেছি বিধায়, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার এনে পুরো দল বদলে ফেলতি পারি না। নির্বাচকদের দায়িত্ব সেরা দল নির্বাচন করা। ভবিষ্যতেও আমরা দলের ভালোর কথা ভেবেই দল নির্বাচন করবো।’ 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ