গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ণ ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীসহ ৪৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। আজ বুধবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মুর্তজা আলী।

বাদীর আইনজীবী হেলাল বিন মঞ্জুর তামিম প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন ইস্টার্ণ ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, পরিচালক এম গাজিউল হক, সেলিনা আলি, আনিস আহমেদ, মুফাক্কারুল ইসলাম, গাজী মো.

সাখাওয়াত হোসাইন, কে জে এস বানু, জারা নামরীন, তাওফিক আহমেদ চৌধুরী, রুসলান নাসির, কে এম তানজিব উল হক, খন্দকার আতিক-ই রাব্বানী, মাহরীন নাসির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মেহেদী জামান, রিয়াদ মাহমুদ চৌধুরী, এম খোরশেদ আনোয়ার, মাহমুদুন নবী চৌধুরী, এম খোরশেদ আলম, মহিউদ্দিন আহমদ, ইউনিট হেড মো. ওবাইদুল ইসলাম, মাহদিয়ার রহমান, মো. মাইনুল হাসান ফয়সাল, ট্রানজেকশন ব্যাংকিং হেড মো. জাবেদুল আলম, হেড অব করপোরেট বিজনেস সঞ্জয় দাশ প্রমুখ।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৭ সালে তিনি ইস্টার্ণ ব্যাংক নগরের ও আর নিজাম রোড শাখায় ৫ কোটি ২০ লাখ টাকা সঞ্চয়ী হিসাবে জমা করেন। পরে ব্যাংকে থাকা অর্থের পরিমাণ মুনাফাসহ ৬ কোটি ১০ লাখ টাকা দাঁড়ালে মুর্তজা আলী সেই অর্থ ইস্টার্ণ ব্যাংকের চান্দগাঁও শাখায় স্থানান্তর করেন। ২০১৮ সালে মুর্তজা আলী ইস্টার্ণ ব্যাংকের চান্দগাঁও শাখায় ৫ কোটি ৮০ লাখ টাকার ৬টি এফডিআর (স্থায়ী আমানত) খোলেন এবং এর বিপরীতে একটি ওএসডি (সিকিউরড ওভারড্রাফট) ঋণের জন্য আবেদন করেন। ২০১৯ সালে বিদেশে থাকার সময় তিনি ব্যাংকটির চান্দগাঁও শাখায় তাঁর নামে দুটি জাল সঞ্চয়ী হিসাব ও চারটি জাল ঋণ হিসাবের বিষয়ে জানতে পারেন। তাঁর সই জাল করে ও ভুল তথ্য দিয়ে ওই হিসাব দিয়ে ৫ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

মুর্তজা আলী তাঁর সব পাওনা পরিশোধ করতে ইস্টার্ণ ব্যাংক বরাবর লিখিত আইনি নোটিশ পাঠালেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মুর্তজা আলী ইস্টার্ণ ব্যাংক থেকে সব মিলিয়ে ১১ কোটি টাকা পাবেন বলে মামলায় উল্লেখ করেছেন। কারণ, ব্যাংকের নিয়মানুযায়ী সঞ্চয়ী হিসাবের ওপর ৭ শতাংশ মুনাফা পাওয়ার কথা থাকলেও ব্যাংক তা দেয়নি।

বাদীর আইনজীবী হেলাল বিন মঞ্জুর তামিম প্রথম আলোকে বলেন, বাদী স্থায়ী আমানতের মুনাফাসহ ব্যাংক থেকে ১১ কোটি টাকা পাবেন, যেটা ব্যাংক কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নায়িকার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকার দায়েরকৃত মামলায় প্রযোজক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমা একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।

আরো পড়ুন:

সাবুদিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যাই: পরাণ বন্দ্যোপাধ্যায়

প্রধান উপদেষ্টার প্রতি দিতিকন্যার অনুরোধ

এ বিষয়ে মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, “আমার টাকা ফেরত দেননি, উল্টো বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।”

সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জামিন পাওয়া দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেলেন বাদী ও তাঁর লোকজন
  • প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই
  • প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই
  • আদালতে মেজাজ হারালেন হাজী সেলিম
  • নায়িকার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার জন্য অপয়া বৃষ্টি
  • চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টি অপয়া অস্ট্রেলিয়া
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া মানেই যেন বৃষ্টি
  • ১৭তম বিজেএস পরীক্ষায় প্রথম ববি শিক্ষার্থী সাদিয়া