সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতাকে বহিষ্কার ও পাঁচজনকে শোকজ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

গতকাল মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন– কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।

শোকজ পাওয়া নেতারা হলেন– কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী ও যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। তাদের তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জন গ্রেপ্তার

ময়মনসিংহে দেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর (গাংপাড়) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুর উপজেলার চূরালী গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), সদর উপজেলার চর রঙরামপুর গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে রুমান মিয়া (২৪), চর কালীবাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আকরাম (৩২), লিটন মিয়ার ছেলে মো. শিমুল (২৫), পালপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নূর নবী হক (২৬)। তাঁদের কাছ থেকে চাপাতিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়৷

গোপন সূত্রে র‍্যাব খবর পায়, সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর (গাংপাড়) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত। র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

মো. সামসুজ্জামান বলেন, ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করা দলটির খবর পেয়ে ওই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। মামলা করার পর তাঁদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷ ঈদ ঘিরে অপরাধী চক্রের অপতৎপরতা বন্ধে র‍্যাব মাঠে আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জন গ্রেপ্তার