আমাদের প্রত্যয় মহাকাশে অস্তিত্ব প্রতিষ্ঠা করা: বিমানবাহিনী প্রধান
Published: 26th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আমাদের প্রত্যয় হবে আকাশের সীমানা ভেদ করব, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইটসহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ওমেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী সালেহা খানসহ বিমানবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন। শেষে এক কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
স্মরণীয় জয়ে ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইল আফগানিস্তান
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেরা ম্যাচটাই কি হয়ে গেল গতকাল? হয়তো। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একেবারে শেষ ওভার পর্যন্ত যে নাটক হলো, তাতে শুধু এবারের চ্যাম্পিয়নস লিগ কেন, চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেই অন্যতমই সেরা ম্যাচ হয়ে থাকবে আফগানিস্তান-ইংল্যান্ডের এই লড়াই। ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া সেঞ্চুরি, দুর্দান্ত সেঞ্চুরিতে জো রুটের পাল্টা জবাব, এক সময় লাগাম ইংল্যান্ডের হাতে চলে যাওয়া, সেখান থেকে আফগানদের নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানো, কী ছিল না ম্যাচে! এত নাটকের পর শেষ হাসিটা হাসল আফগানরাই, ৮ রানে জিতে টিকে থাকল চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে পরপর দুই হারে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল অন্যতম ফেবারিট ইংল্যান্ডের।
আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান তুলেছিল আফগানরা। তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হয়ে যায় ৩১৭ রানে।
বিস্তারিত আসছে