ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগে বিএনপি নেতা জুবায়দুলকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রদান করা হয়। 

এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি মো.

জবায়দুল হক চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।”

আদেশে আরো বলা হয়- “এই বহিষ্কার আদেশ অদ্য হতে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।” 

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুন অর রশিদের উপর জবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তিনি রুহিয়া থানার একটি মামলায় দায়ের করেন। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “সাংবাদিক মামুনের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।”

ঢাকা/হিমেল/এস 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।

আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।

সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। আজ বুধবার রাতে বাংলামোটর মোড়ে

সম্পর্কিত নিবন্ধ