চার দিনও টিকল না ডাকেটের রেকর্ড, ১৭৭ রান করে সবার ওপরে জাদরান
Published: 26th, February 2025 GMT
চার দিন আগেই রেকর্ডটা নতুন করে লিখেছিলেন বেন ডাকেট। ২১ বছরের পুরোনো ওই রেকর্ড ভেঙে দিয়ে ডাকেট নিজের নামটা সবার ওপর রাখতে পারলেন না বেশি দিন। দুর্দান্ত এক ইনিংস খেলে আজ তাঁকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
আরও পড়ুন৭৭ করেও র্যাঙ্কিংয়ে পেছালেন নাজমুল, মুশফিক-মাহমুদউল্লাহর দুর্দশা এখানেও৩ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার ম্যাচে ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী জাদরান। তাঁর ইনিংসে ওপর ভর করেই আফগানিস্তান আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ৩২৫ রান। এই ম্যাচ হেরে গেলে চ্যাম্পিয়নস ট্রফির আশা শেষ হয়ে যাবে তাদের।
আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছিলেন ইব্রাহিম। তবে শুরুতেই তাকে পড়তে হয় প্রতিকূল পরিস্থিতিতে। ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। এরপর হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেছেন জাদরান। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে।
উইকেটের চারপাশেই দারুণ কিছু শট খেলেন জাদরান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ওপর দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতুর উপর দিয়ে সার্বক্ষণিক যানবাহনের চলাচলের চেষ্টা করা হচ্ছে।”
ঢাকা/কাওছার/এস