ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরি, ইংল্যান্ডকে বিশাল রানের লক্ষ্য দিল আফগানরা
Published: 26th, February 2025 GMT
ইনজুরিতে দলের বাইরে চলে গিয়েছিলেন আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। এক বছর দলে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই ইব্রাহিমকে ফোন করেন অধিনায়ক হাসমতউল্লাহ। ইব্রাহিমের মতে, ওটা তার ক্যারিয়ার বদলে যাওয়া ফোন কল। ইংল্যান্ডের বিপক্ষে দলের বাঁচা-মরার ম্যাচে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওই ফোন কলের মূল্য দিলেন ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে আফগানরা।
লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে আফগানিস্তান। ৩৭ রানে তিন উইকেট হারায় তারা। অধিনায়ক হাসমতের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে ওই বিপর্যয় সামাল দেন ইব্রাহিম। হাসমত ৪০ রানের ইনিংস খেলেন। পরে আজমতউল্লাহ ওমরজাই ও ইব্রাহিম ৭২ রানের জুটি গড়েন। ওই জুটিতে বড় রানের পথে পা বাড়ায় আফগানরা। ওমরজাই ফিরে যান ৩১ বলে তিন ছক্কা ও এক চারের শটে ৪১ রান করে।
পরে ইব্রাহিম ও অভিজ্ঞ মোহাম্মদ নবী ঝড়ো ব্যাটিং করে দলের পুঁজি তিনশ’র ওপরে নিয়ে যান। ইব্রাহিম তার ৩৫ ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে করা ১৬২ রানের ইনিংস ছাড়িয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। তার ১৪৬ বলের ইনিংস সাজানো ছিল ১২টি চারের সঙ্গে ছয়টি ছক্কার শটে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন বেন ডাকেটের গড়া ১৬২ রানের ইনিংস। এছাড়া বিশ্বকাপে সেঞ্চুরি করা প্রথম আফগান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একমাত্র আফগান হিসেবে পেলেন সেঞ্চুরি।
উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদার উদ্যােগে ঈদ সামগ্রী উপহার প্রদান
আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যাণে অরাজনৈতিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান ইন্তিফাদার উদ্যােগে ৩০০ শত সুবিধাবঞ্চিতদের মাঝে একটি করে মুরগি সহকারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা দারুল আমান মসজিদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন- সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ জামাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দারুল আমান মসজিদের সভাপতি ও ইন্তিফাদা সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব কফিল আহমেদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মো মওদূদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী হোসাইন, মনির হোসেন, মেহেদী হাসান সহ আরো অনেকে।