আয়ের একমাত্র উৎস হারিয়েছেন, পোড়া টিনে মাথা গোঁজার চেষ্টায় প্রতিবন্ধী ওয়াতুই রাম
Published: 26th, February 2025 GMT
শারীরিক প্রতিবন্ধী ওয়াতুই রাম ত্রিপুরার পরিবারে রয়েছেন স্ত্রী-সন্তানসহ আট সদস্য। নিজ ভিটায় গড়ে তোলা একটি ইকো রিসোর্টের আয় দিয়ে চলছিল তাঁর সংসার। দ্বিতল রিসোর্টটির নিচতলায় পরিবারের সদস্যদের নিয়ে নিজে থাকতেন। পর্যটকদের ভাড়া দিতেন দোতলার চারটি কক্ষ। গত সোমবার আগুনে পুড়ে যায় ওয়াতুই রাম ত্রিপুরার রিসোর্টটি।
তরুছায়া নামে ওয়াতুই রাম ত্রিপুরার রিসোর্টটি অবস্থিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে। সোমবার আগুন লেগে এই পর্যটনকেন্দ্রের ৩৪টি রিসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান ও ৭টি রেস্তোরাঁ পুড়ে যায়।
আগুনে যাঁরা বসতঘর হারিয়েছেন, তাঁদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন স্থানীয় গির্জা-মন্দিরে। কেউ কেউ রয়েছেন স্বজনদের ঘরবাড়িতে। তবে ওয়াতুই রাম পরিবারের সদস্যদের নিয়ে পড়ে আছেন নিজ ভিটায়। পুড়ে যাওয়া রিসোর্টের কিছু ঢেউটিন দিয়ে গড়ে তুলেছেন ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি খুপরি। সেখানেই গাদাগাদি করে থাকছেন পরিবারের আট সদস্য।
আজ বুধবার সকালে সরেজমিন দেখা যায়, খুপরির ভেতরে বসে রয়েছেন ওয়াতুই রাম। চারপাশে পোড়া ছাই ছড়িয়ে আছে। পরিবারের সদস্যরা বলেন, শৈশবে গাছ থেকে পড়ে এক হাত ভেঙে যায় ওয়াতুই রামের। তা ছাড়া কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী তিনি।
শিশুসন্তান নিয়ে খুপরির ভেতরে ওয়াতুই রাম ত্রিপুরা। আজ দুপুরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাল থেকে বন–পাহাড় দেখতে ছুটবেন পর্যটকেরা, যেভাবে প্রস্তুত হচ্ছে বান্দরবান
বান্দরবানে ঈদের টানা ছুটিতে আগামীকাল বুধবার থেকে হাজারো পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রতিবছর ঈদের পরের দিন থেকে পর্যটকেরা ভ্রমণে আসেন শৈল শহরটিতে। এবারও সেভাবেই হোটেল-মোটেলে বুকিং হয়েছে। পর্যটকদের বরণে প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।
জেলা শহর ও শহরতলির আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-রিসোর্টগুলোয় গিয়ে দেখা গেছে, পর্যটকদের আগমন উপলক্ষে পরিচ্ছন্নতার কাজসহ নানা ধরনের প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার থেকে কিছু পর্যটক আসতে শুরু করেছেন। পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, আজ সকাল থেকে দেবতাখুম, শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরিতে প্রায় দেড় শ গাড়ি নিয়ে পর্যটকেরা জেলা সদর থেকে বের হয়েছেন। আগামীকাল তিন থেকে চার গুণ বাড়তে পারে। আবাসিক হোটেলে-মোটেল ও অবকাশযাপনকেন্দ্রগুলোয় কর্মকর্তা-কর্মচারীদের কর্মব্যস্ততা বেড়েছে। পর্যটননির্ভর পরিবারগুলোও পর্যটকের আশায় ফলমূল, কোমরতাঁতের কাপড় ও বিভিন্ন পণ্যসামগ্রী সংগ্রহ করে বিক্রির জন্য অপেক্ষা করছেন।
বান্দরবান-চিম্বুক সড়কের শৈলপ্রপাতের কোমরতাঁতের কাপড় বিক্রি করেন জুলি বম। তিনি জানান,পবিত্র রমজান মাসে পর্যটকের আগমন কম ছিল। আজ থেকে বিক্রি বেড়েছে। আগামীকাল আরও বাড়বে বলে আশা করছেন। মেঘলা পর্যটনকেন্দ্রের প্রবেশমুখের দোকানি মহিউদ্দিন বললেন, পানির বোতল, স্মারকপণ্য (হস্তশিল্পের সামগ্রী ), পাহাড়িদের ঐতিহ্যবাহী কাপড় ও জুমের বিন্নি ধানের চালের প্রতি পর্যটকদের আকর্ষণ বেশি। এ জন্য এসব পণ্য দোকানে রেখেছেন।
বাসস্টেশন এলাকার হিলভিউ হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ পারভেজ জানালেন, চাঁদরাত থেকেই পর্যটকেরা হোটেল বুকিং দিতে শুরু করেছেন। তাঁদের হোটেলে প্রায় সব কক্ষের আগাম ভাড়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনের জন্য কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে।
হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জানান, জেলা শহর ও শহরতলিতে ৭৩টি এবং উপজেলা শহরে, বিশেষ করে লামা ও আলীকদমে আরও সমসংখ্যক হোটেল, মোটেল, অবকাশযাপনকেন্দ্র রয়েছে। এসব হোটেলে একসঙ্গে ছয় থেকে সাড়ে ছয় হাজার পর্যটকের আবাসনসুবিধা দেওয়া সম্ভব। এগুলোর কক্ষ ইতিমধ্যে আগাম ভাড়া হয়ে গেছে। আগামীকাল থেকে পর্যটক আসা শুরু হবে।
কোথায় ভ্রমণ করবেন
জেলা শহরে প্রবেশমুখে অন্যতম পর্যটন আকর্ষণ মেঘলা পর্যটনকেন্দ্র। বৃক্ষরাজির সবুজে ঘেরা, নীলজলের হ্রদ ও ঝুলন্ত সেতুতে সময়টা কাটবে দারুণ। তারপর পড়ন্ত বিকেলে নীলাচলের পাহাড়চূড়ায় গিয়ে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যেতে পারে। জেলার শৈলপ্রপাতে গেলে একসঙ্গে দেখা যাবে ঝরনার সৌন্দর্য ও বম জনগোষ্ঠীর জীবনধারা। শৈলপ্রপাত থেকে পাহাড়ি সড়ক ধরে যেতে থাকলে চিম্বুক পাহাড় ও নীলগিরি পাহাড়ের ভাঁজে ভাঁজে পাহাড়ি মানুষের জীবনের সরলতা ও পাহাড়ের উদারতা দেখা যাবে। তবে চিম্বুক ও নীলগিরি পাহাড়ে স্থানীয় চাঁদের গাড়িতে (ফোর হুইল জিপ) করে যাওয়াই নিরাপদ। কারণ সমতলের চালকেরা পাহাড়ি সড়কে যানবাহন চালাতে অভ্যস্ত নন। বাসস্টেশন এলাকায় চাঁদের গাড়ির ভাড়াও নির্ধারণ করে দেওয়া আছে। কারও নৌকাভ্রমণের শখ থাকলে জেলা শহরের ক্যচিংঘাটায় গেলে সহজে ভ্রমণসেবা পাওয়া যাবে।
পাহা্ড় থেকে দেখা বান্দরবানের শ্যামল নিসর্গ