ইব্রাহিমের ইতিহাস গড়া ইনিংসে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন নিউ জিল্যান্ডের নাথান অ্যাসলে। সেটা অবশ্য ২১ বছর আগে ২০০৪ আসরে। গেল শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ১৪২ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১৬৫ রানের ইনিংস খেলে সেই রেকর্ডটি ভেঙে দেন। গড়েন নতুন রেকর্ড। কিন্তু সেটি তিনদিনও টিকলো না। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের ইব্রাহিদ জাদরান। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। সেখানে ১৪৬ বলে ১২টি চার ও ৬ ছক্কায় ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ইব্রাহিমের ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ৩৫১ রান করে হার মানা ইংল্যান্ডকে জিততে করতে হবে ৩২৬ রান।
বিস্তারিত আসছে.
আরো পড়ুন:
সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল
নাথানের ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে ডাকেটের ইতিহাস
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড আফগ ন স ত ন র ন র ইন র কর ড
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এই অভিযানে ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল) আরও ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৪ পয়েন্ট ৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ ও রাইফেলের একটি গুলি।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।