যৌতুক চাওয়ার অভিযোগে মোরসালিনের বিরুদ্ধে মামলা তাঁর স্ত্রীর
Published: 26th, February 2025 GMT
যৌতুক চাওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলা করেন সেঁজুতি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই মোরসালিন তাঁর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায়ে যৌতুকের জন্য সেঁজুতিকে মানসিকভাবে চাপ প্রয়োগ, এমনকি নির্যাতনও করা হয়।
আরও পড়ুনখেলতে অস্বীকৃতি জানিয়ে কোর্টের বাইরে নেপাল, প্রীতি সিরিজে ‘অপ্রীতির’ সুর১১ মিনিট আগেঅভিযোগে আরও বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সেঁজুতির বাবার সাভারের বাসায় যান মোরসালিন। তখন এই ফুটবলারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলেন সেঁজুতি। এর মধ্যেই মোরসালিন বলে উঠেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি। ’ তখন সেঁজুতির বাবা–মা মোরসালিনকে অনুরোধ করে বলেছিলেন ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের। এ কথা শোনার পর মোরসালিন উল্টো তাদের গালাগালি এবং হুমকি–ধমকি দিতে থাকেন।
এ প্রসঙ্গে আজ মোরসালিন প্রথম আলোকে বলেন, ‘যেহেতু মামলা হয়েছে, আমি আইনিভাবেই এটার মোকাবিলা করব। ’
আরও পড়ুন‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের১ ঘণ্টা আগেমোরসালিনকে নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মোরসালিনসহ বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকে কাস্টমস আটকায়। তাদের কাছে ৬৪ বোতল মদ পাওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। পরে এই পাঁচ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় বসুন্ধরা কিংস।
একই বছরের জুনে জাতীয় দলে অভিষেক হয় মোরসালিনের। এখন পর্যন্ত দেশের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুনপারফরম্যান্স করুণ, তারপরেও চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের আয় কোটি টাকা২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি