সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ নিলে দুদক অনেকটা স্বাধীন হবে: চেয়ারম্যান
Published: 26th, February 2025 GMT
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান না হলে সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সংস্কার কমিশন বিষয়টি সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপ নিলে দুদক অনেকটা স্বাধীন হবে।
আজ বুধবার দুপুরে পাবনায় দুদকের গণশুনানি অনুষ্ঠান শেষে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘সেবাগ্রহীতাদের টাকায় আমরা বেতন পাই, তাঁদের গুরুত্ব দিতে হবে। সেবাগ্রহীতাদের প্রতি সরকারি কর্মকর্তাদের সদয় হতে হবে। তাঁদের প্রতি আন্তরিক থাকতে হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলে দুদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা মামলাগুলোর কী হবে, জানতে চাইলে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদক সব মামলা যাচাই–বাছাই করছে। যেসব মামলার মধ্যেই দুর্নীতি আছে, সেগুলো বিবেচনায় আনা হবে। তিনি বলেন, ‘নিপীড়ন, নির্যাতন ও শোষণমূলক মামলা যাঁরা করেছেন, তাঁদের পরিণতি কী হয়েছে, সবাই দেখেছে। এমন পরিণতি আর কেউ চাইবে না।’
মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ঘুষ-দুর্নীতি রোধ দুদকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘুষ দেওয়া বন্ধ করতে হবে। দুই দিন দেরিতে কাজ হলেও কাউকে ঘুষ দেওয়া যাবে না। তাহলেই দিনে দিনে ঘুষ কমে যাবে।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগের সমাধান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। আজ দুপুরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলাবার ব্যর্থতার রাতে জয়ের নায়ক রুডিগার, ফাইনালে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়াটা যতটা না কষ্টের তারচেয়ে বেশি যেন লজ্জার। মঙ্গলবার রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নির্ধারণী ওই ম্যাচে ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্তই যেন করতে হচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।
কিন্তু দলটা যখন কামব্যাকের গল্প লিখতেই সিদ্ধহস্ত তখন ফলাফলটা অজানা নয়। অ্যান্টনিও রুডিগারের ঝলকে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিফেন্সের দুর্বলতা।
বিস্তারিত আসছে...