জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) পশ্চিমা বিশ্বের অন্যতম পুরোনো রাজনৈতিক দল। দলটি দীর্ঘদিন ধরে সংসদীয় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, নাৎসিবাদের বিরোধিতা করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বর্তমানে এসপিডির সেই শক্তিশালী অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

সাম্প্রতিক নির্বাচনে দলটি মাত্র ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে, যা তাদের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও চরম ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) চেয়ে অনেক কম।

এসপিডির এই ভরাডুবির পেছনে কী কারণ রয়েছে এবং এটি পশ্চিমা বামপন্থী রাজনীতির ভবিষ্যতের জন্য কী বার্তা বহন করে, তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার।

আসলে এসপিডির জনপ্রিয়তা ২০০০ সালের পর থেকে নাটকীয়ভাবে কমতে শুরু করে। ১৯৯৮ সালের নির্বাচনে প্রায় ৪১ শতাংশ ভোট পেলেও ২০০৫ সালের নির্বাচনে তা কমে ৩৪ দশমিক ২ শতাংশে নেমে আসে। এরপর ২০০৯ সালের নির্বাচনে আরও বড় ধাক্কা খেয়ে তারা মাত্র ২৩ শতাংশ ভোট পায়।

জনপ্রিয়তার এই ব্যাপক পতনের মূল কারণ ছিল দলের তৎকালীন নেতা ও জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের ‘এজেন্ডা টু থাউজেন্ড টেন’ ও হার্জ সংস্কার, যা শ্রমবাজারকে আরও মুক্ত করে দিয়েছিল এবং জনকল্যাণমূলক সুবিধা সংকুচিত করেছিল। এতে শ্রমজীবী মানুষ (যারা ঐতিহ্যগতভাবে দলটির মূলভিত্তি ছিল) দলটির ওপর আস্থা হারায়। জনপ্রিয়তা হারালেও এসপিডি ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিল। কারণ, তারা আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ/সিএসইউ) সঙ্গে জোট গঠন করে সরকারে ছিল। ম্যার্কেল দীর্ঘ ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই সময়ে এসপিডি ছোট জোটসঙ্গী হিসেবে টিকে থাকতে পারলেও নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি।

২০২১ সালের নির্বাচনে ম্যার্কেল রাজনীতি থেকে অবসর নিলে এসপিডি এক-চতুর্থাংশ ভোট পেয়ে জিতে যায় এবং দলীয় নেতা ওলাফ শলৎজ চ্যান্সেলর হন। তবে সরকার গঠনের জন্য সে সময় তাঁকে গ্রিন পার্টি ও মুক্তবাজারপন্থী ফ্রি ডেমোক্র্যাটদের সঙ্গে জোট বাঁধতে হয়। এই জোট সরকারের নীতি ছিল পরস্পরবিরোধী।

সাম্প্রতিক নির্বাচনের আগে জনগণের প্রধান উদ্বেগ কী, তা এসপিডি ঠিকমতো ধরতে পারেনি। জরিপ বলছে, ৩৭ শতাংশ ভোটারের কাছে অভিবাসন প্রধান সমস্যা ছিল। কিন্তু দলটি এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে পারেনি।

২০১৫ সালে দলটি আঙ্গেলা ম্যার্কেলের উন্মুক্ত অভিবাসননীতিকে সমর্থন করেছিল। এর ফলে ১০ লাখের বেশি শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছিল। পরে যখন নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যু সামনে আসে, তখন শলৎজ কিছু কঠোর নীতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এবং গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সিরিয়া ও আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অভিবাসনবিরোধী এএফডি তাদের অবস্থান আরও শক্তিশালী করে।

অর্থনীতিও ছিল আরেকটি বড় ইস্যু, যা ৩৪ শতাংশ ভোটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে। ২০২৪ সালে জার্মানির অর্থনীতি টানা দ্বিতীয় বছরের মতো সংকুচিত হয়েছে, বেকারত্ব বেড়েছে এবং শিল্প খাতে কর্মসংস্থান কমেছে। ভোক্তাদের আস্থা তলানিতে পৌঁছেছে। এটি বর্তমান সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৪ সালের নির্বাচনের ভোট বিশ্লেষণে দেখা যায়, শ্রমিক শ্রেণির মধ্যে এসপিডির সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অনেক শ্রমিক উগ্র রক্ষণশীল এএফডির দিকে ঝুঁকেছে। কারণ, এএফডি অভিবাসন ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আরও স্পষ্ট ও কঠোর অবস্থান গ্রহণ করেছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও শলৎজের সরকার ব্যর্থ হয়েছে।

এই নির্বাচনী পরাজয় অনেকাংশে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের সঙ্গে তুলনীয়। দুই দলই শ্রমিক শ্রেণির আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, অভিবাসন ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নিতে পারেনি এবং বড় ধরনের অর্থনৈতিক সংস্কার আনতে পারেনি। পরিবর্তে তারা মূলত সংস্কৃতিগত উদারনৈতিক নীতির ওপর গুরুত্ব দিয়েছে, যা সমাজের ধনী ও সুবিধাপ্রাপ্ত শ্রেণির কাছে জনপ্রিয় হলেও সাধারণ মানুষের উদ্বেগের জায়গা থেকে অনেক দূরে ছিল।

অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ার ভয়ই চরম ডানপন্থী শক্তিগুলোর প্রধান অস্ত্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এই মনস্তাত্ত্বিক বাস্তবতাকে কাজে লাগিয়েছেন, জার্মানিতেও এএফডি এই কৌশল নিয়েছে। বামপন্থী দলগুলো যদি শ্রমজীবী জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে না নেয়, তাহলে চরম ডানপন্থীদের উত্থান আরও শক্তিশালী হবে।

যদি সামাজিক গণতান্ত্রিক দলগুলো আবারও প্রাসঙ্গিক হতে চায়, তাহলে তাদের শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করতে হবে এবং শিল্পায়ন, স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসার ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে শ্রমবাজারে যে পরিবর্তন আসছে, তার মোকাবিলা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে তারা আরও বড় সংকটে পড়বে।

বার্তোজ এম রিডলিনস্কি ওয়ারশর কার্ডিনাল স্টেফান উইসজিনস্কি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড নপন থ এসপ ড র অবস থ ন জনপ র য় সরক র

এছাড়াও পড়ুন:

গোল্ডেন হারভেস্টের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘ মেয়াদী ‘এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে।

২০২৪ সালের গত ৩০ জুন পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা, সমন জারি
  • গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় বিএমবিএ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইন্ট্রাকো রিফুয়েলিং
  • গোল্ডেন হারভেস্টের ক্রেডিট রেটিং নির্ণয়
  • যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হতে হবে: ফ্রেডরিখ মের্ৎস
  • জার্মানিতে নির্বাচনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি সিডিইউ-সিএসইউ, সরকার গঠন কীভাবে
  • জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, চ্যান্সেলর হচ্ছেন ফ্রিডরিখ মের্ৎস
  • বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ
  • জার্মানিতে নির্বাচনে এগিয়ে ডানপন্থি সিডিইউ