চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবিতে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তাসকিন বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন। জাকের দুই ম্যাচে ব্যাটিংয়ে রেখেছেন অবদান। তাওহীদ প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত এই নৈপূণ্য অবশ্য দলের কোনো কাজ আসেনি। আইসিসি র‌্যাংকিংয়ে ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দিয়েছে। ছেলেদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তাসকিন আহমেদ প্রথবার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন। দুই ম্যাচে তাসকিন ২ উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে ৩৬ রানে ১ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ১ উইকেট নেন। না হওয়ার হিসাবের মধ্যে তার বোলিংই ছিল যতটুকু আলোচনায়। তাতে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে এসেছেন। ক্যারিয়ার সেরা ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে এ অবস্থান ধরে রেখেছেন। এর আগে তার অবস্থান ছিল ৩৩ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তাওহীদ ও জাকের আলী। তাওহীদ ১৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪ নম্বরে। জাকের ভারতের বিপক্ষে ৬৮ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ রান করেন। তার অবস্থান ৯৪ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ে পিছিয়ে নাজমুল হোসেন শান্ত (২৭), মুশফিকুর রহিম (৪২), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) ও মিরাজ (৭৫)।

আরো পড়ুন:

‘ভারতের বি টিমের সঙ্গেও পারবে না পাকিস্তান’

বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি

বোলারদের র‌্যাংকিংয়ে মিরাজ এগিয়েছেন চার ধাপ। তাসকিনের সঙ্গে ৩০ নম্বর অবস্থানে আছেন ডানহাতি অফস্পিনার। মোস্তাফিজুর রহমান আছেন ৩৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন শুভমান গিল। দুই ম্যাচে রান পাওয়া এই ভারতীয় নিজের অবস্থান আরো শক্ত করেছেন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি আবার সেরা পাঁচে এসেছেন। এছাড়া বোলিংয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান মাহিশ থিকসানা। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তান মোহাম্মদ নবী।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র অবস থ ন

এছাড়াও পড়ুন:

জাতীয় উদ‍্যান লাউয়াছড়ায় আগুন

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আগুন লাগার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় দুই একর জায়গা পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণিরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণি মারা যাবে। প্রাণিদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।”

ঢাকা/আজিজ/এস

সম্পর্কিত নিবন্ধ