আইসিসি র্যাংকিংয়ে তাসকিন-তাওহীদ-জাকেরের উন্নতি
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবিতে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তাসকিন বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন। জাকের দুই ম্যাচে ব্যাটিংয়ে রেখেছেন অবদান। তাওহীদ প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত এই নৈপূণ্য অবশ্য দলের কোনো কাজ আসেনি। আইসিসি র্যাংকিংয়ে ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দিয়েছে। ছেলেদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তাসকিন আহমেদ প্রথবার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন। দুই ম্যাচে তাসকিন ২ উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে ৩৬ রানে ১ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ১ উইকেট নেন। না হওয়ার হিসাবের মধ্যে তার বোলিংই ছিল যতটুকু আলোচনায়। তাতে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে এসেছেন। ক্যারিয়ার সেরা ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে এ অবস্থান ধরে রেখেছেন। এর আগে তার অবস্থান ছিল ৩৩ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তাওহীদ ও জাকের আলী। তাওহীদ ১৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪ নম্বরে। জাকের ভারতের বিপক্ষে ৬৮ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ রান করেন। তার অবস্থান ৯৪ নম্বরে। এছাড়া র্যাংকিংয়ে পিছিয়ে নাজমুল হোসেন শান্ত (২৭), মুশফিকুর রহিম (৪২), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) ও মিরাজ (৭৫)।
আরো পড়ুন:
‘ভারতের বি টিমের সঙ্গেও পারবে না পাকিস্তান’
বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি
বোলারদের র্যাংকিংয়ে মিরাজ এগিয়েছেন চার ধাপ। তাসকিনের সঙ্গে ৩০ নম্বর অবস্থানে আছেন ডানহাতি অফস্পিনার। মোস্তাফিজুর রহমান আছেন ৩৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে আছেন শুভমান গিল। দুই ম্যাচে রান পাওয়া এই ভারতীয় নিজের অবস্থান আরো শক্ত করেছেন।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি আবার সেরা পাঁচে এসেছেন। এছাড়া বোলিংয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান মাহিশ থিকসানা। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তান মোহাম্মদ নবী।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র অবস থ ন
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মহানগর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।