দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নয়টি ব্যাংক অ্যাকাউন্টের এক কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, দুদকের পক্ষে এ আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। 

আবেদনে বলা হয়েছে, মো.

নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎপূর্বক তার স্বার্থসংশ্লিষ্ট ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন ও সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান চলছে।

অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকগুলোর অ্যাকাউন্টে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সম্পন্ন হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নজরুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

ঢাকা/মামুন/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য ‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ডে’ স্বর্ণপদক পেল ব্র্যাক ব্যাংক

‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবার জন্য স্বর্ণপদক পেয়েছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাইজেশনের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক খাত ও মার্কেটে প্রবেশাধিকার আরও সহজ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পরিবর্তনমূলক উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে ব্যাংকটি। পুরস্কারটি প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

১৯ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘ডিস্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে এই গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড এসএমই বিজনেস সাপোর্ট মহসিনুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বর্ণপদক প্রাপ্তি ব্যাংকিং এক্সেলেন্স এবং উদ্ভাবনে গ্লোবাল লিডার হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ট্রান্সফরমেটিভ জার্নি টুওয়ার্ডস ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন ফর দ্য আন্ডারসার্ভড পপুলেশন’ শীর্ষক এই উদ্যোগের লক্ষ্য হলো নারী এবং প্রান্তিক অঞ্চলের মানুষের ক্ষমতায়ন।

এই উদ্যোগে নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য আরও ভালো সুযোগ-সুবিধা তৈরি, ডিজিটাল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং নারী এসএমইদের জন্য উদ্যোক্তা দক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করা হয়।

সম্মাননার অংশ হিসেবে খরাপ্রবণ এলাকায় ব্র্যাক ব্যাংকের নামে একটি বৃক্ষরোপণের মাধ্যমে টেকসইয়ের প্রতি নিজেদের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেছে কোরাস। পরিবেশের প্রতি এটি ব্র্যাক ব্যাংক ও কোরাসের সমমূল্যবোধ ও প্রতিশ্রুতির উদাহরণ।

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড হলো কোরাস-ইনফোসিস ফিনাকল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ডের অংশ, যা ব্যাংকিং ও আর্থিক সেবার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপন করে থাকে। এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক আধুনিক ও দূরদর্শী সলিউশন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিযাত্রায় ব্যাংকটির শীর্ষস্থান বজায় রেখেছে।

সম্পর্কিত নিবন্ধ