“গত ১৫ বছর ছিল কালো যুগ। আলেম ওলামাদের দাড়ি-টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে পাঠিয়েছে। তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে। কোরআন-হাদিস দেখলেই জঙ্গি বানিয়ে দিয়েছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে বরগুনা টাউনহল মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি আরো বলেন, “সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ৫/৬টি দপ্তর সংস্কার করে নির্বাচন দিতে যতটুকু সময় লাগে ততটুকু অপেক্ষা করবে জামায়াত ইসলাম।”

তিনি বলেন, “একদল নির্বাচন চায়, তারা ভোট কেটে ক্ষমতায় যেতে চায়। তারা চাঁদাবাজি করে সব কিছু দখল করেছে, দেশে শান্তি ফেরেনি। চাঁদাবাজ- মাস্তানদের থেকে দেশকে রক্ষা করতে হবে। বিপ্লবের পর চারটি প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গিয়ে এই সরকারকে সরিয়ে দিতে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। হাসিনা আবার দেশে আসতে চায়। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। তাদের রাজনীতি করার অধিকার নাই।” 

সম্মেলন শেষে আগামী সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে জামায়াত ইসলামের জেলা আমির অধ্যাপক মহিব্বল্লাহ হারুন ও বরগুনা-২ আসনে ডাক্তার সুলতান আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল, জামায়েত ইসলাম বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

ঢাকা/ইমরান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ইসল ম র

এছাড়াও পড়ুন:

রিভিউ নিয়ে আরভিনকে ফেরালেন নাহিদ

 

আরভিনকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার পেলেন নাহিদ রানা। তার ডেলিভারি ছেড়ে দিতে চেয়েছিলেন আরভিন, কিন্তু বল তার ব্যাট স্পর্শ করে যায় জাকেরের গ্লাভসে। জোরালো আবেদন করেন টাইগার ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেছে। ৮ রানে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক। ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার মাধেভেরে।

উইলিয়ামস-আরভিনের প্রতিরোধ, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিন ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের ব্যাটে ভর করে শতরানে পেরিয়েছে রোডেশিয়ানরা। দুই অভিজ্ঞ ব্যাটারই প্রতিরোধ গড়েছে। উইকেটের অপেক্ষায় আছে বাংলাদেশ।

নাহিদের জোড়া শিকারের পর হাসানের আঘাত

বেনেটকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাহিদ রানা। এটি আর নিজেরও দ্বিতীয় উইকেট শিকার। জাকের আলীর কাছে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৭ রান করেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। নাহিদের জোড়া শিকারের পর ওয়েলচকে (২) বোল্ড করলেন হাসান। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯২ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন শেন উইলিয়ামস ও নতুন ব্যাটার ক্রেইগ আরভিন।

দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন নাহিদ রানা

সিলেট টেস্টের প্রথম দিনে শুধু হতাশাই সঙ্গী ছিল বাংলাদেশের। ব্যাট হাতে ১৯১ রানে অলআউট হওয়ার পর বল হাতে কোনো সাফল্য না পেয়ে দিন শেষ করে তারা। ১০ উইকেট হাতে নিয়ে ৬৭ রান তুলে জিম্বাবুয়ে প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয়।

বৃষ্টিভেজা সিলেটের আকাশে সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তবু সময়মতোই শুরু হয় খেলা। বল হাতে শুরুটা থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ। দিনের তৃতীয় ওভারেই ফল পেলেন তিনি।

জিম্বাবুয়ের ওপেনার বেন কারেনকে ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালেন টাইগার শিবির। রানার দুর্দান্ত এক শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করে ফিরে যান তিনি। ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন ব্রায়ান বেনেট ও নতুন ব্যাটার নিকোলাস ওয়েলচ। 

সম্পর্কিত নিবন্ধ