ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেপ্তার
Published: 26th, February 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই (৪৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর থানার দুধ বাজার এলাকায় গোপন সংবাদের মাধ্যমে এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে এই শীর্ষ সন্ত্রাসী ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকাব্যাপী পরিচিত।
মূলত সামেদ আলীর ছত্রছায়ায় ভয়ংকর এই কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি,দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। বক্তাবলীর এই গ্রুপটি এক মূর্তিমান আতঙ্কের নাম।
৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন হবার পর হতে গ্রেপ্তারকৃত আসামি কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা ও মারামারিসহ মোট ২৮ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বড়াইগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, রংমিস্ত্রি নিহত
নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।
স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।