মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর সিট বাতিল করে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মো. সাগর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১৫৮ নম্বর কক্ষে থাকতেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ মাহদী।

জানা গেছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.

) সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট শেয়ার করেন। বিষয়টি জানাজানি হলে সাগরের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তার সহপাঠী ও হলের আবাসিক শিক্ষার্থীরা। খবর পেরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত সাগরকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ মাহদী বলেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। হল থেকে তার সিট বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আইন লঙ্ঘন করা দুই ব্রোকারেজ হাউজকে জরিমানা

আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারের সদস্য দুই ব্রোকারেজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্রোকারেজ হাউজ দুটি হলো—শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

পুঁজিবাজারে বিনিয়োগের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

সিলভা ফার্মার আর্থিক সক্ষমতা খতিয়ে দেখবে বিএসইসি

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, বর্তমানে সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) কোনো ঘাটতি না থাকলেও আগে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ