সেমিফাইনালে এমবাপ্পেকে ছাড়াই রিয়ালের দল
Published: 26th, February 2025 GMT
কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। তাকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি।
এমবাপ্পে দাঁতের সমস্যায় ভুগছেন। ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি তিনি। তবে দলের সঙ্গে সোসিয়েদাদ সফরে গেছেন তিনি।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পে দাঁতের ব্যথায় ভুগছেন। সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। তবে ম্যাচ খেলার বিষয়ে দল আশাবাদী।
এমবাপ্পে ছাড়াও রিয়াল মাদ্রিদ আরও দুই তারকা খেলোয়াড়কে কোপা দেল রে’র সেমিফাইনালে পাচ্ছে না। তারা হলেন- থিবো কর্তোয়া ও ফেদে ভালভার্দে।
কিলিয়ান এমবাপ্পে না থাকায় রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ইব্রাহিম দিয়াজকে দেখা যেতে পারে। তাকে রাইট উইঙ্গে রেখে রদ্রিগো গোয়েসকে খেলানো হতে পারে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। ভিনিসিয়াস থাকতে পারেন লেফট উইঙ্গে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
চুরির অপবাদ দেওয়ায় নিজের শরীরে আগুন, ৬ দিনের মাথায় অটোরিকশাচালকের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া সেই অটোরিকশাচালক ছয় দিন পর মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে মো. সবুজ (৩০) নামের ওই অটোরিকশাচালকের মৃত্যু হয়। আগুনে তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গিয়েছিল।
আজ সন্ধ্যায় সবুজের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মারা যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মো. সবুজে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সবুজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বলা হয়েছে থানায় মামলা করার জন্য। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই সন্তানের জনক মো. সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন পরিবার নিয়ে। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। ১৩ এপ্রিল রাতে চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল–সংলগ্ন এলাকায় চুরির অপবাদ দিয়ে তাঁর অটোরিকশা ছিনিয়ে নেওয়ায় নিজের শরীরের পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবুজ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দিনা সদরের হাসপাতাল সড়কে ইউনুছ মিয়ার অটোরিকশা গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ তিনজন নিজেদের অটোরিকশা রাখতেন। পালাক্রমে তাঁরা তিনজন পাহারাও দিতেন। ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় ওই গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়ে যায়। যেদিন অটোরিকশাগুলো চুরি হয়, সেদিন পাহারা ছিল সবুজের। ঘটনার পর তিনি দাবি করেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র।
পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে গত ৪ মার্চ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা করেন চুরি হওয়া একটি অটোরিকশার মালিক দুলাল মিয়া। ওই মামলায় মানিক নামের একজনকে ধরে পুলিশে দেন এলাকাবাসী। তবে কয়েকজন মাতবর স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে মানিককে থানা থেকে ছাড়িয়ে আনেন। পরে উল্টো সবুজকে চোর আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সবুজের পক্ষে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার সক্ষমতা না থাকায় তিনি ওই সিদ্ধান্ত মানেননি।
আরও পড়ুনচুরির অপবাদ দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা, দগ্ধ হয়ে হাসপাতালে১৪ এপ্রিল ২০২৫সর্বশেষ গত রোববার (১৩ এপ্রিল) রাতে কয়েকজন মাতবরের ইন্ধনে সালাউদ্দিন নামের এক ব্যক্তি সবুজকে আটক করে তাঁর অটোরিকশাটি নিয়ে যান এবং তাঁকে চোর বলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেন। এ সময় সবুজ অপবাদ সহ্য করতে না পেরে প্রকাশ্যে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দ্রুত স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সবুজকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
সুবজের স্ত্রী খুশি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরিবের জন্য আইন, বিচার—কিছুই নাই। মাতবররা চোর ধরে ছেড়ে দিছে, আর আমার স্বামীকে চুরির অপবাদ দিয়ে জরিমানা করল। তাদের কারণে মানুষ আমার স্বামীকে চোর বলত। আমার স্বামী এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে মারা গেছে। আমার স্বামীর অটোরিকশাটিও ফিরিয়ে দেয়নি। আমি এখন কীভাবে বাঁচব। দুটি সন্তান নিয়ে কোথায় যাব?’