সেমিফাইনালে এমবাপ্পেকে ছাড়াই রিয়ালের দল
Published: 26th, February 2025 GMT
কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। তাকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি।
এমবাপ্পে দাঁতের সমস্যায় ভুগছেন। ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি তিনি। তবে দলের সঙ্গে সোসিয়েদাদ সফরে গেছেন তিনি।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পে দাঁতের ব্যথায় ভুগছেন। সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। তবে ম্যাচ খেলার বিষয়ে দল আশাবাদী।
এমবাপ্পে ছাড়াও রিয়াল মাদ্রিদ আরও দুই তারকা খেলোয়াড়কে কোপা দেল রে’র সেমিফাইনালে পাচ্ছে না। তারা হলেন- থিবো কর্তোয়া ও ফেদে ভালভার্দে।
কিলিয়ান এমবাপ্পে না থাকায় রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ইব্রাহিম দিয়াজকে দেখা যেতে পারে। তাকে রাইট উইঙ্গে রেখে রদ্রিগো গোয়েসকে খেলানো হতে পারে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। ভিনিসিয়াস থাকতে পারেন লেফট উইঙ্গে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
সন্তানের কাছে বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শুক্রবার। দিনটিকে ঘিরে আয়োজনেরও কমতি ছিল না। এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান।
শুক্রবার রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টে কিছু ছবি পোস্ট করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।’
বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।
তা পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’