কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। তাকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। 

এমবাপ্পে দাঁতের সমস্যায় ভুগছেন। ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি তিনি। তবে দলের সঙ্গে সোসিয়েদাদ সফরে গেছেন তিনি। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পে দাঁতের ব্যথায় ভুগছেন। সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। তবে ম্যাচ খেলার বিষয়ে দল আশাবাদী।  

এমবাপ্পে ছাড়াও রিয়াল মাদ্রিদ আরও দুই তারকা খেলোয়াড়কে কোপা দেল রে’র সেমিফাইনালে পাচ্ছে না। তারা হলেন- থিবো কর্তোয়া ও ফেদে ভালভার্দে। 

কিলিয়ান এমবাপ্পে না থাকায় রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ইব্রাহিম দিয়াজকে দেখা যেতে পারে। তাকে রাইট উইঙ্গে রেখে রদ্রিগো গোয়েসকে খেলানো হতে পারে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। ভিনিসিয়াস থাকতে পারেন লেফট উইঙ্গে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ভিড়ের চাপে তিন পুণ্যার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ