মুদিদোকানের কর্মচারী বেলাল হোসেন মোছাদ্দির (২১) প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বাড়ি ফেরেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে আবার বেরিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মোছাদ্দির। আজ বুধবার সকালে সড়কের পাশে একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে দক্ষিণ সতর উচ্চবিদ্যালয়ের পাশের জমিতে তাঁর বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান এলাকাবাসী। এরপর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। নিহত বেলাল হোসেন মোছাদ্দির দক্ষিণ সতর এলাকার মিন্টু মোছাদ্দিরের ছেলে।

নিহত বেলালের বাবা মিন্টু মোছাদ্দির প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে বেলালের মায়ের মৃত্যু হয়। তাঁদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। বেলাল ঘর থেকে রাতে বের হয়ে না ফেরায় তাঁরা চিন্তিত ছিলেন। কিন্তু সকালে ছেলের লাশ পাওয়া যাবে তা ভাবতে পারছেন না। কীভাবে বেলালের মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

নজরুল ইসলাম বলেন, বেলালের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ