সুদানের ওমদুরমান শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আন্তোনভ বিমানটি সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। বিমানটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। 

প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল।   

খার্তুমের আঞ্চলিক সরকারের গণমাধ্যম কার্যালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, চূড়ান্ত হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৬-এ পৌঁছেছে।

সুদানের সামরিক বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বেসামরিক উভয় ব্যক্তিও রয়েছেন। তারা আরও জানিয়েছে যে, অগ্নিনির্বাপক দলগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্লেনটি কেন বিধ্বস্ত হলো, তার সঠিক কারণ এখনও জানানো হয়নি। সামরিক সূত্রগুলো ধারণা করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটি ঘটতে পারে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। 

জাতিসংঘের মতে, সুদানের গৃহযুদ্ধ সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। এই সংঘাত খার্তুমসহ প্রধান প্রধান শহরকে ধ্বংস করে দিয়েছে, এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, দেশটিকে চরম খাদ্য সংকটের মুখে ফেলেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিপর্যস্ত করেছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিসেম্বরে নির্বাচন করতে পারব: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, “আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষ্যে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতোমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই তারা উৎসাহ উদ্দীপনার সাথে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকার কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট।”

তিনি বলেন, “আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হবে। যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে কিছু সংস্কার হবে। আর যদি বড় ধরনের সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন হবে। আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে (জাতীয় সংসদ) নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব।”

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার সকল নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

ঢাকা/রতন/এস

সম্পর্কিত নিবন্ধ