বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দিয়েছেন বঞ্চিতরা। এ সময় হট্টগোল হয়।

বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। চারটার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শোডাউন দেওয়া শুরু করেন। তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও  ‘শিক্ষা ঐক্য মুক্তি’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সরকার টিকে আছে জনগণের সমর্থনে: আসিফ মাহমুদ

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে উপদেষ্টা লেখেন, এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। কোনোটাকেই এই সরকার এখন পর্যন্ত প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাইর থেকে অসহযোগিতা তো আছেই।

তিনি আরও লেখেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ