ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক তরুণের লাশ পাওয়া গেছে সড়কের পাশে। বুধবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের কাছে পাওয়া যায় তাঁর লাশ।
বেলাল হোসেন স্থানীয় মিন্টু মোছাদ্দিরের ছেলে। তিনি ছাগলনাইয়া বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে আসেন। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের দোকানে যাওয়ার পর ফেরেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।
মিন্টু মোছাদ্দিরের ভাষ্য, তাঁর স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিক কোনো শত্রু নেই। ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও এতে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে নির্বাচন করতে পারব: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, “আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষ্যে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতোমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই তারা উৎসাহ উদ্দীপনার সাথে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকার কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট।”
তিনি বলেন, “আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হবে। যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে কিছু সংস্কার হবে। আর যদি বড় ধরনের সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন হবে। আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে (জাতীয় সংসদ) নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব।”
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার সকল নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ঢাকা/রতন/এস