বান্দরবান-কেরানীরহাট সড়কে পৃথক দুটি ট্রাক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সামশুল ইসলাম (৪৫) ও মোটরসাইকেল চালক মো. হোসেন (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একই সড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ও মানুর টেক এলাকায় পৃথক দুটি ট্রাক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক হেলপার সামশুল আলম ময়মনসিংহ মুক্তাগাছা এলাকার মো.

হাছেন আলীর ছেলে। অপরজন মো. হোসেন বান্দরবান গোয়ালিয়াখোলা এলাকার নজির আহমেদ ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, বান্দরবান পুলিশ লাইনের রেশমের জিনিসপত্র (চিনি) বোঝাই করে একটি ট্রাক ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিল। ট্রাকটি বান্দরবান-কেরানীরহাট সড়কে মানুর টেক এলাকায় পৌঁছলে ব্রেকফেল হয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক হেলপার সামশুল আলম। এ ঘটনায় বান্দরবানের পুলিশ লাইন রেশম স্টোর ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী নামের এক কর্মকর্তাসহ দুজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

অন্যদিকে একই সড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাসের সাথে সামনে থেকে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মো. হোসেন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রামের কেরানীরহাটে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক ডাক্তার দিলিপ চৌধুরী বলেন, “ট্রাক দুর্ঘটনায় একজনকে আহত ও অপর একজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পৃথক দুটি ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে কয়জন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।”

ঢাকা/চাইমং/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট র ক দ র ঘটন য় ব ন দরব ন কর মকর ত এল ক য়

এছাড়াও পড়ুন:

সাবেক সমন্বয়কসহ চার ছাত্রনেতাকে অবরুদ্ধ করার কারণ জানালেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ