ট্রাকে আগুন, পুড়ে প্রাণ গেল ঘুমন্ত কিশোরের
Published: 26th, February 2025 GMT
কিশোরগঞ্জে সড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকে আগুন লেগে পুড়ে প্রাণ গেছে ঘুমন্ত এক কিশোরের। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সতাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈম মিয়া (১৩) নামের ওই কিশোর মারা যায়। নিহত নাঈম শহরতলির সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে।
তাদের প্রতিবেশী ব্যবসায়ী মাসুদ রানা জুয়েলের ভাষ্য, ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমায় ওই কিশোর। গভীর রাতে আগুন ধরে গেলে সে গুরুতর দগ্ধ হয়।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বলেন, গভীর রাতে সংবাদ পেয়ে তাদের সদস্যরা গিয়ে দেখেন এলাকাবাসী আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নাঈমকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার দুপুরে সেখানে নাঈম মারা গেছে বলে জানতে পেরেছেন। এ কর্মকর্তার ধারণা, কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
রোজায় পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০
রমজান মাসে দেশের পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সে হিসাবে রোজায় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানিয়েছে।
সাধারণত পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত চলে। এরপর ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে; এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’। তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
বিএইচ