নায়িকার মামলায় প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Published: 26th, February 2025 GMT
চিত্রনায়িকা জাকিয়া মুনের মামলায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। গত বছরের ২৩ মে চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন বাদী হয়ে আবদুল আজিজের বিরুদ্ধে মামলাটি করেন।
জাকিয়া মুন অভিনীত ‘পাপ’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালের ২২ এপ্রিল। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি এই ছবিতে মুন অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে। মুনের মতে, একই প্রতিষ্ঠানের আরও দুটি ছবিতে তাঁর অভিনয়ের কথা ছিল। ছবি দুটির একটি ‘পাপ ২’, অন্যটি ‘বিলবোর্ড সুন্দরী’।
জাকিয়া মুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছেলেটি গায়ের টি-শার্ট খুলে অটোগ্রাফ দিতে বললো: ফারুক
নন্দিত অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন এই অভিনেতা।
এবারের বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। একুশের বইমেলায় প্রায়ই যান এই অভিনেতা। কখনও কখনও ভক্তের মনও রক্ষা করতে হয় তাকে।
গতকাল বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তাঁর গায়ের টি-শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন ফারুক আহমেদ লিখেছেন, ‘ছেলেটি আমার অটোগ্রাফ নেওয়ার জন্য বইমেলায় তাঁর গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”
‘আমার না বলা কথা’ শিরোনামের বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত ঈদ নাটকের অভিনয় নিয়ে।
এছাড়াও নুহাশ হুমায়ূনের নির্দেশনায় নতুন পাঁচটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু ও ডা. এজাজুর রহমান।