নায়িকার মামলায় প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Published: 26th, February 2025 GMT
চিত্রনায়িকা জাকিয়া মুনের মামলায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। গত বছরের ২৩ মে চিত্রনায়িকা জাকিয়া কামাল মুন বাদী হয়ে আবদুল আজিজের বিরুদ্ধে মামলাটি করেন।
জাকিয়া মুন অভিনীত ‘পাপ’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালের ২২ এপ্রিল। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি এই ছবিতে মুন অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে। মুনের মতে, একই প্রতিষ্ঠানের আরও দুটি ছবিতে তাঁর অভিনয়ের কথা ছিল। ছবি দুটির একটি ‘পাপ ২’, অন্যটি ‘বিলবোর্ড সুন্দরী’।
জাকিয়া মুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)
নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি
শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট
গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ
এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি