ব্যাংক খাতের খেলাপি ঋণ আরও বেড়েছে। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। মোট ঋণের যা ২০ দশমিক ২০ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। ওই সময়ের মোট ঋণের যা ৯ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ ৯৯ হাজার ৩৬৭ কোটি টাকা।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.

আহসান এইচ মনসুর। এ সময় ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, খেলাপি ঋণ বেড়েছে। আগামীতে হয়তো আরও বাড়বে। তবে কিভাবে সমস্যার সমাধান করা যায় আমরা সে চেষ্টা করছি। বিভিন্ন আইন কঠোর করার চেষ্টা চলছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ ড আহস ন এইচ মনস র ঋণ ব ড়

এছাড়াও পড়ুন:

ছেলেটি  তাঁর গায়ের টি শার্ট খুলে আমাকে অটোগ্রাফ দিতে বললো: ফারুক আহমেদ

নন্দিত অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি  লেখালেখিও করছেন এই অভিনেতা।

এবারের বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। একুশের বইমেলায় প্রায়ই যান এই অভিনেতা।  কখনও কখনও ভক্তের মনও রক্ষা করতে হয় তাকে। গতকাল বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তাঁর গায়ের শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে  স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন তিনি লিখেন, “ছেলেটি আমার অটোগ্রাফ নেয়ার জন্য বইমেলায় তাঁর গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”
‘আমার না বলা কথা’ শিরোনামের বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন।  ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত ঈদ নাটকের অভিনয় নিয়ে। এছাড়াও নুহাশ হুমায়ূনের নির্দেশনায় নতুন পাঁচটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু ও ড.এজাজ।   
 

সম্পর্কিত নিবন্ধ