পুলিশের রেশনবাহী ট্রাক উল্টে চালকের মৃত্যু, পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Published: 26th, February 2025 GMT
বান্দরবানে জেলা শহর ও শহরতলিতে এক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। বান্দরবান সদর থানার কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ডের কাছাকাছি মানুরটেক এলাকার বাঁকে পুলিশের রেশনবাহী একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে রেশন নিয়ে বান্দরবান পুলিশ লাইনসে যাচ্ছিল। আঁকাবাঁকা পাহাড়ি পথে মানুরটেকের বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চাপায় চালক শামসুল আলম (৩৯) ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বান্দরবান জেলা পুলিশের রেশন ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী।
অপর দিকে বেলা সাড়ে ১১টায় জেলা শহরতলির হলুদিয়ার বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হোসেন (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা গ্রামে। ওই মোটরসাইকেলে নিহত মোহাম্মদ হোসেনসহ তিন যাত্রী ছিলেন। তাঁরা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবান আসছিলেন। পথে হলুদিয়া এলাকায় তাঁরা দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের নাম জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ন দরব ন সদর দ র ঘটন য়
এছাড়াও পড়ুন:
বলিউডের ঘোর দুর্দিন, বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক
অনেক দিন ধরেই হিন্দি সিনেমার দুরবস্থা। ২০২৩ সালে কিছু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবারও বলিউডের শনির দশা। ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেয়েও সালমান খানের মতো বড় তারকার সিনেমা বেহাল। কিছুদিন আগেই নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেছিলেন, বলিউডের দুর্দশার মূল কারণ, বড় তারকার অতিরিক্ত পারিশ্রমিক। এবার একই বিষয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত বলেন, পারিশ্রমিক না কমালে বড় তারকাদের কেউ আর সিনেমায় নেবে না।
‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘অক্টোবর’, ‘মাদ্রাজ ক্যাফে’ নির্মাতা সুজিত মাঝারি বাজেটে সিনেমা বানান। নিজের সিনেমায় বড় তারকাদের সাধারণত নেন না। ফলে তাঁর বেশির ভাগ সিনেমাই মুক্তির পর লগ্নি তুলে আনে। কিন্তু এখন বলিউডের প্রথম সারির শিল্পীর এত বেশি পারিশ্রমিক হাঁকছেন যে সিনেমার বাজেটের বড় অংশ চলে যাচ্ছে তাঁদের পেছনেই। ‘জনপ্রিয় শিল্পীদের উচিত পারিশ্রমিক কমানো। তাঁরা যদি এটা না করেন, তাহলে নির্মাতারা তাঁদের নতুন কাজের প্রস্তাব দেবেন না।’ বলেন সুজিত।
এই নির্মাতা বলেন, তাঁর ছবিতে যাঁরা কাজ করতে চান, তাঁরা ভালো করেই বাজেট সম্পর্কে ধারণা রাখেন। কেউ বাড়তি পারিশ্রমিক দাবি করেন না। বলিউডের এমন মন্দার বাজারে তারকাদের পারিশ্রমিক পুনর্নির্ধারণের পরামর্শ সুজিতের। ‘এখন এমন একটা কঠিন সময় যে নির্মাতাদের অবশ্যই লগ্নি তুলে আনতে কম বাজেটে সিনেমা বানাতে হবে। তাই জনপ্রিয় তারকারা পারিশ্রমিক না কমালে আমাদের বিকল্প ভাবতে হবে।’ বলেন সুজিত।
সুজিত সরকার। এএনআই